“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে লাকসামে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এবং নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্ম ওয়েভ সদস্যদের অংশগ্রহণে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর সহযোগিতায় লাকসাম পৌর এলাকার সুরক্ষা সিটির গ্রিন ক্যাসেল রেস্টুরেন্টের হলরুমে প্রশিক্ষণটির আয়োজন করা হয়।
মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্টেবিলিটি (এমআইপিএস) প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণে লাকসাম পিএফজি ইউনিটের কো-অর্ডিনেটর জাফর আহমেদ অনুষ্ঠানের সঞ্চালনা করেন। প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর এরিয়া কো-অর্ডিনেটর রাসেল আহমেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন ফিল্ড কো-অর্ডিনেটর খোদেজা বেগম।
প্রশিক্ষণে জেন্ডার সমতা, নারী-পুরুষের অধিকার, পারিবারিক ও সামাজিক সহিংসতা প্রতিরোধ, সচেতনতার কৌশলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আ
Leave a Reply