রনজিৎ সরকার রাজ দিনাজপুর :ঠাকুরগাঁও জেলার হরিপুর ও রানীশংকৈল উপজেলার মিলনস্থল গোবিন্দপুর-কৌচল সীমান্ত এলাকায় আগামী ৫ ডিসেম্বর ২০২৫ (শুক্রবার) অনুষ্ঠিত হবে। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী ‘পাথর কালী মিলন মেলা’। বহু বছর বন্ধ থাকার পর আবারও প্রাণ ফিরে পাচ্ছে এই বহুল প্রতীক্ষিত লোকজ উৎসব।
স্থানীয়দের প্রত্যাশা, এবার আবারও হাজারো মানুষের পদচারণায় মুখরিত হবে মেলা প্রাঙ্গণ। চারদিকে বইবে উৎসবের আমেজ। থাকবে স্থানীয় খাবারের বিভিন্ন স্টল, লোকজ খেলাধুলা, নাগরদোলা, সার্কাস, জারি–সারি–ভাওয়াইয়া গান, বাউলের সুর, নাটক-যাত্রাসহ শিশু-কিশোরদের জন্য নানা আকর্ষণীয় আয়োজন।মেলাকে শুধু একটি সাংস্কৃতিক উৎসব নয়, বরং হিন্দু-মুসলিমসহ সব ধর্ম-বর্ণের মানুষের মিলনমেলাও বলা হয়। বহু বছর ধরে দুই দেশের এটি সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক ভালোবাসার প্রতীক হিসেবে পরিচিত।
আয়োজকরা জানিয়েছেন, সারাদিনব্যাপী এই মেলা দেখার জন্য সবাইকে উষ্ণ আমন্ত্রণ জানানো হয়েছে।আয়োজকরা জানিয়েছেন, সারাদিনব্যাপী এই মেলা দেখার জন্য সবাইকে উষ্ণ আমন্ত্রণ জানানো হয়েছে।
স্থান: গোবিন্দপুর-কৌচল সীমান্ত এলাকা (হরিপুর ও রানীশংকৈল উপজেলার সংযোগস্থল, ঠাকুরগাঁও)
তারিখ: ০৫ ডিসেম্বর ২০২৫ ইং, রোজ: শুক্রবার
Leave a Reply