1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. aglovelu99@gmail.com : Ag Lovelu : Ag Lovelu
  3. infocrime24@gmail.com : info crime24 : info crime24
  4. crimereport24@gmail.com : Crime Report : Crime Report
  5. musasirajofficial@gmail.com : Musa Asari : Musa Asari
  6. crime7775@gmail.com : Ariful Islam : Ariful Islam
  7. nurealomsah@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
অসুস্থ সন্তানকে বাচাঁতে স্বামীর সর্বোচ্চ অবহেলা সহ্য করছেন।। শেষে বিচারের আশায় আইনের দ্বারস্থ কলাপাড়ার রীনা - Crime Report 24
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
পটুয়াখালীতে ক্রেডিট ইউনিয়ন নেতৃবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত।। কবিতা পাখিদের গান কালিয়াকৈরে নারী বিষয়ক সংস্কার আইন প্রতিবেদন বাতিলের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। আটঘরিয়া উপজেলা জামায়াতের পৌরসভা ও ইউনিয়ন নির্বাচনের প্রার্থী ঘোষণা বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত কালিয়াকৈরে জিডিইউ-তে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ধামরাইয়ে নির্মাণাধীন ভবনে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উৎঘাটন, আটক ২ নজরুল বিশ্ববিদ্যালয় ও লিংকন বিশ্ববিদ্যালয় কলেজের দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত আমার দেশ সম্পাদক’র বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন।। কলাপাড়ায় ইউএনও’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ও ছাত্র অধিকার কেন্দ্রীয় নেতার শাস্তির দাবিতে মানববন্ধন।।

অসুস্থ সন্তানকে বাচাঁতে স্বামীর সর্বোচ্চ অবহেলা সহ্য করছেন।। শেষে বিচারের আশায় আইনের দ্বারস্থ কলাপাড়ার রীনা

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ার ইউসুফপুর বালিকা দাখিল মাদ্রাসায় চুক্তিভিক্তিক শিক্ষক মোসা: রীনা আক্তার(২৮)। উপজেলার পুরান মহিপুর এলাকার শহীদ চৌকিদারের ১ম সন্তান। ছোট দুই ভাই রয়েছে তার। বাবা সংসারে স্বছলতা আনতে প্রবাসী জীবন বেছে নিয়েছেন। মেঝ ভাই সেনা সদস্য মেহেদী হাসান(২৬) এবং ছোট ভাই মাদ্রাসা শিক্ষার্থী।
১১ বছর আগে সম্পর্ক করে উপজেলার নীলগঞ্জ ইউপির হলদিবাড়ীয়া গ্রামের মো.শাহ আলমের পুত্র মোহাম্মদ আলামিন (৩০) এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের রয়েছে আর-রাফি নামের ৫বছরের ১টি পুত্র সন্তান। ২০১৫ সালে বিয়ের আড়াই বছর পর্যন্ত শশুর বাড়িতে মেনে না নিলেও বাবার বাড়িতে ভালোই কাটছিল দাম্পত্য জীবন। অব্যাহত শ্বশুর বাড়ির নির্যাতন নীরবে সহ্য করছেন স্বামীর দিকে চেয়ে। পরে সন্তান মরনব্যাধী থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হওয়ায় এবং স্বামী অন্য নারীতে আসক্ত থাকায় তার জীবনে নেমে আসে অন্ধকারের ছায়া। স্বামীকে সরল পথে আনতে হাজারো ব্যার্থ চেষ্টা শেষে অবশেষে আদালতের শরনাপন্ন হয়েও মেলেনি প্রতিকার। এখনো স্বামী এবং শ্বশুরবাড়ির লোকের হুমকি দামকি সহ্য করে বিপর্যস্ত তার জীবন। বিচারের আশায় জনপ্রতিনিধি ও সেনাবাহিনীর দ্বারস্থ হয়ে অবশেষে আদালতের আশ্রয় নিয়েছেন তিনি।
জানা গেছে, নির্যাতন সহ্য করতে না পেরে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যালে ১টি যৌতুক মামলা করেন রীনা। মামলায় ঈদের আগের রাতে তার স্বামী গ্রেফতার হয়। পরে ৩১ মার্চ ঈদের দিন দুপুরে উপজেলার মহিপুর থানার পুরান মহিপুর এলাকায় তার বাড়িতে রীনার শ্বশুর, দেবরসহ ৭জন মীমাংসার কথা বলতে যায়। কিন্তু তাদের সাথে থাকা মোস্তাফিজুর রহমান নামের এক জামায়াত নেতার উস্কানিমূলক বক্তব্যর কারণে তা পন্ড হয়। তারা চলে যাওয়ার সময় তার দেবর মিশকাত রীনাকে গালি দেয় এবং মারতে আসে। তখন এলাকাবাসী এবং আত্নীয়রা তাকে বাধাঁ দেয়।এতে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এতে রীনার ভাই মেহেদী হাসান এবং দেবর মিশকাত গুরুতর আহত হয়ে মহিপুর থানা পুলিশের সহায়তায় কলাপাড়া হাসপাতালে ভর্তি হয়। এ ঘটনায় উভয়পক্ষ থেকে পৃথক মামলা হয়েছে।
ভুক্তভোগী রীনা আক্তার জানান, হঠাৎ শ্বাশুড়ি অসুস্থ হয়ে পড়লে কলাপাড়া হাসপাতালে তার সেবা করে শ্বশুর বাড়িতে তার সেবার উদ্দেশ্যে নিয়ে যায়। সেখানে শাশুড়ী এবং বড় ননদ রুবিনা অমানবিক নির্যাতন করে। আমি আমার বাবার সাথে বাসার পিছনে দাঁড়িয়ে মোবাইলে কথা বলায় তারা নালিশ করে আমি অন্য কারো সাথে কথা বলেছি। শুনে স্বামী হত্যার উদ্দেশ্যে অনেক মার মারে। প্রতিবশী এসে না ছাড়ালে হয়তবা মরেই যেতাম। ২০২১সালের ৫ জানুয়ারি পুত্র সন্তান জন্ম নিলে আমি খুব অসুস্থ হয়ে পড়ি। নরমাল ডেলিভারিতে আমার অবস্থা খারাপ হওয়ার সাথে ছেলের মাথা এবং চোখ কালো হয়ে যায়। সন্তানের চিকিৎসার জন্য বাংলাদেশের চিকিৎসা শেষে ভারতের ভেলোর সিএমসি হাসপাতালেও গিয়েছি। যার অধিকাংশ টাকাই আমার বাবার কাছ থেকে নিতে বাধ্য করেছে। ভারত গিয়ে হাসপাতালে ফেলে রেখে উধাও হয়ে যায়। এরপর আমার বাবা একলাখ টাকা পাঠালে ফিরে আসে। ঢাকা গিয়ে চাকরি না পেয়ে চাইনিজ রেস্টুরেন্ট করবে বলে বাবার কাছ থেকে চার লক্ষ টাকা নেয়। সেই টাকা নষ্ট করে আবার কুয়াকাটা এসে হোটেল রাখবে বলে বাবার কাছ থেকে টাকা নেয়। কুয়াকাটা হোটেলে থাকা অবস্থায় এক নারীর সাথে পরকীয়ার লিপ্ত হয়। সেই থেকে আমার উপর অত্যাচার আরও বেড়ে যায়। সেনাবাহিনীর কাছে অভিযোগ করলে তাদের কাছে মুচলেকা দিয়ে নিয়ে আসে। বাড়িতে এসে আবার একই অবস্থা। আমি আদালতের মাধ্যমে এর সঠিক বিচার চাই। সেইসাথে দেশবাসীকে জানাতে চাই, মৃত্যুপথযাত্রী সন্তান এবং স্ত্রী রেখে কিভাবে একজন পুরুষ অন্যনারীতে আসক্ত থাকতে পারে।
রীনার ভাই মেহেদী হাসান বলেন, আমার বোন জামাই পরকীয়ায় আসক্ত। যার প্রমাণ নিয়ে আমি একাধিক বার তাদের বাড়িতে গেছি, তাদের আত্মীয়দের সাথে কথা বলেছি। কিন্তু তারা কোন ব্যবস্থা গ্রহণ করেনি। বাধ্য হয়ে আমরা মামলা দিয়েছি। তিনি আরো বলেন, আমি যে বাড়ি আছি তারা তা জানতো না। তাই জামায়াত নেতাসহ দলবল নিয়ে আমার ভাগ্নেকে অপহরণ এবং আমার বোনের কাছ থেকে জোর করে মুচলেকা নেয়ার জন্যই এসেছিল। আমি তাদেরকে আপ্যায়ন করেছি। শেষের দিকে তাদের একজন ঘরের মধ্যে ঢুকে আমার বোনকে টানাহেঁচড়া করে। আমি জোর করে তাকে বের করে নিয়ে আসি। এতে তারা আমার ওপর ক্ষিপ্ত হয়। আর তারা যখন যাচ্ছিল তখন আমার বোনকে মিশকাত অকথ্য ভাষায় গালিগালাজ করে। বোনকে মারতে গেলে তখন গ্রামবাসী এবং আমি তাকে উদ্ধার করতে যাই। তখন এলাকাবাসী এবং তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
অভিযুক্ত আল আমিনের বাবা মো.শাহ আলম বলেন, আমার ছেলে গ্রেফতার হওয়ার পর থানায় যাই। পুলিশের পরামর্শ মোতাবেক রীনার সাথে মীমাংসার জন্য ঈদের ৭ জন দিন তার বাড়িতে যাই। ফিরে আসার সময় রীনা তার ভাই এবং এলাকার মানুষ নিয়ে আমার ছেলের উপর হামলা করে। আমি সামনে গেলে আমাকেও আঘাত করবে বলে হুমকি দেয়। পরে ছেলেই কান্না সহ্য করতে না পেরে আমি তার উপর শুয়ে পরি। পরে পুলিশ এসে আমাদের উদ্ধার করে।
মহিপুর থানার ওসি(তদন্ত) অনিমেষ হালদার বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ফোর্স পাঠিয়ে আহতকে উদ্ধার করা হয়েছে। উভয় পক্ষ থেকে অভিযোগ পেয়েছি, সঠিক তদন্ত করে পরবর্তী প্রোয়জনীয় ব্যাবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ