ইমন রহমান
নেত্রকোনা প্রতিনিধিঃ
নতুন বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নাই। সকল অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে আমাদের সকলকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।
শুক্রবার নেত্রকোনা পৌর মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টি নেত্রকোনা জেলা কমিটির উদ্যোগে আয়োজিত জুলাই অভ্যুর্থানে আহত ও নিহত শহীদদের স্মরণে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে এ কথা বলেন জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)”র কেন্দ্রীয় সদস্য ফাইম রহমান খান পাঠান।
রাফায়েল হোসেন সৌরভের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফিজিওথেরাপিস্ট বিশেষজ্ঞ ডাক্তার ইসরাত জাহান, নেত্রকোনা পৌর জামাতের সেক্রেটারি এস এম আল আমিন,
জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ওয়ারেস উদ্দিন ফারাস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেত্রকোনা জেলা শাখার যুগ্ম সদস্য সচিব নাফিউ রহমান খান পাঠান, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফসা ইসলাম মোহ,জাতীয় নাগরিক কমিটির নেত্রকোণা সদর উপজেলার প্রতিনিধি সদস্য ইমন কায়েস শুভ সহ বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গ।
পরে জুলাই অভ্যুত্থানে আহত ও নিহত শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।
Leave a Reply