মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৫ মার্চ) বাদ আসর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের অডিটোরিয়াম সমিতির কলাপাড়া উপজেলা শাখার আয়োজনে এ ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র সহ সভাপতি শাহ সুজা উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। সহকারী শিক্ষক মনিরুল ইসলাম সুমনের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা কমিটির সভাপতি কাজী মো.মনিরুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, উপজেলা বিএনপির সহ সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার,দপ্তর সম্পাদক মো.সাইদুর রহমান, কলাপাড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক তারেক আমান সুমন, শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা সাধারণ সম্পাদক সোহরাব হোসেন হিরন, মহিপুর থানা সভাপতি আবুল বাসার, কলাপাড়া পৌর সভাপতি নাজমুজ সাকিব খান কনা। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ঢালী রুহুল আমিন অভি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিরুল ইসলাম ফাহিম প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে হাজী হুমায়ুন সিকদার বলেন, আমরা চাই শিক্ষকরা তাদের ন্যায্য অধিকার লাভ করুক। ন্যায় এবং পেশার প্রতি সন্মান রেখে সমিতির মাধ্যমে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সাধারণ শিক্ষকদের জন্য কাজ করতে আহবান জানান তিনি।
Leave a Reply