মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধি :
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পাবনা পৌর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত । গতকাল মঙ্গলবার ( ২৫মার্চ ) পাবনা সেন্ট্রাল গার্লস হাইস্কুল মিলনায়তনে সংগঠনের পৌর সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে সেক্রেটারি রফিকুল ইসলাম পলাশের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন এর পাবনা জেলা শাখার সহ-সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবু সালেহ মোঃ আব্দুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের পৌর শাখার প্রধান উপদেষ্টা উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ সংগঠনের পাবনা জেলা সেক্রেটারি ডঃ মুহাম্মদ ইদ্রিস আলম। মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা শিহাবুর আলম, আনিসুর রহমান, আব্দুল কাদের প্রমূখ।
প্রধান অতিথি অধ্যাপক আবু সালেহ মোঃ আব্দুল্লাহ বলেন, শিক্ষকদের সামাজিক মর্যাদা অনেক বেশি ফলে সমাজের প্রতি তাদের দায়িত্ব রয়েছে বেশি। তিনি বলেন সমাজের দায়িত্বের প্রতি অবহেলা করা যাবে না, সমাজে ন্যায়নীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে নিজের সততা, যোগ্যতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে এগিয়ে আসতে হবে।
প্রধান অতিথি আরো বলেন, দেশের বর্তমানে বিরাজমান অবস্থাতে একজন সুনাগরিক হিসেবে দেশের কল্যাণে কাজ করতে হবে।
Leave a Reply