মীর জেসান হোসেন তৃপ্তি :
বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লিঃ ও বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের যৌথ উদ্যেগে ঢাকা মহানগরীর গাবতলীর ছিন্নমুল শিশুদের মাঝে ঈদের পোশাক বিতারন এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় ঢাকা প্রেস ক্লাবের সভাপতি ও সংগঠনের সভাপতি আওরঙ্গজেব কামালের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতি স্বাগত বক্তব্যে বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় শিশু ও ছিন্নমুল পাশে থাকার চেষ্টা সব সময় অব্যাহত থাকবে। আমিও আমার সংগঠন সমাজের অবহেলিত মানুষের উন্নয়নে কাজ করে চলেছি, সকলের সহযোগিতা পেলে এর ধারাবাহিকতার আরো উন্নতি করার চেষ্টা করব। এ সময় তিনি আরো বলেন,সমাজের এসব বঞ্চিতার শিশুরা সব সময় অনাহারে অনাদরে বিপথগামী হয়। ফলে আমরা এদের নিয়ে কাজ করে ভালো কিছু করার চেষ্টা করছি। সমাজের এসব অসহায় শিশুদের ও পাশে দাঁড়ানো আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব ও কর্তব্য । অসহায়দের সাহায্যে এগিয়ে আসার মাধ্যমেই রচিত হবে মানবিক সেতুবন্ধন। আমাদের সামান্য সহযোগিতা তাদের জীবনে এনে দিতে পারে এক টুকরো সুখ। আসুন সকলে মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের মনিটরিং অফিসার সালমা সুলতানা।তিনি বলেন বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লিঃ ও বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের এ মহাত উদ্যোগ কে আমি স্বাগত জানাই। তারা সবসময় আমাদের পাশে রয়েছে। আমার অনুরোধ দরিদ্র ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ান। তিনি আরো বলেন, রাতে স্টেশন কিংবা শহরের অলিতে-গলিতে বের হলেই দেখা যায় এসব শিশুরা কতইনা অবহেলিত। দেখা যাবে তাদের কষ্টের করুণ চিত্র। শত শত শিশু কষ্টে রাত্রি যাপন করছে। সংগঠনের সাধারন সম্পাদক মোঃ আজাহার আলীর সঞ্চলনায় অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক মোঃ ইউনুস আলী,বাংলাদেশ নসুলতানা, সমাজ কর্মী মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ আনাস, বাংলাদেশ ভূমি আইন গৃহহীন হাউজিং লিমিটেডের অর্থ সম্পাদক মোঃ ইউনুস আলী, সিএসপি বি প্রকল্প, ফেস টু, মাকসুদা আক্তার, হাফ ফ্যাসালীটর গাবতলী, মোঃ রাতুল ইসলাম শিশির বিভাগীয় সমন্বয়ক সমাজ সেবা অধিদপ্তর, এস এম রুবেল রানা শিশু সুরক্ষা সমাজকর্মী,শিক্ষক মোঃ মুজাহিদ হোসেন প্রমূখ। এ সময় শতাধিক শিশুদের হাতে ঈদের নতুন পোশাক তুলে দেওয়া হয় ।
Leave a Reply