শারমিন সরকার বৃষ্টি
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি::
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী উৎসব বৈসু, সাংগ্রাই, বিঝু ও বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ ২০২৫) দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত সভায়
উপস্থিত ছিলেন- ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, জেলা পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শেখ মো. বিল্লাল হোসেন, জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দুর্জয় গোস্বামী সহ জেলা পরিষদের সদস্যবৃন্দ ও জেলার সরকারি-বেসরকারি পর্যায়ের কর্মকর্তারা।
সভায় উৎসব আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৯ এপ্রিল ২০২৫ সকাল ৮টায় উৎসব উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি ও বিভিন্ন জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য প্রদর্শনী আয়োজন করা হবে।
এতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেবে। আয়োজকদের প্রত্যাশা, উৎসবে প্রায় ১০ হাজারের অধিক লোক সমাগম হবে।
উৎসবকে সফল ও আনন্দমুখর করতে সব পক্ষের সহযোগিতা কামনা করা হয়েছে।
Leave a Reply