ইমন রহমান
নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলার কাটলী এলাকায় তানিমূল কুড়আন মডেল মাদ্রাসা ও এতিমখানায় এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এটি আয়োজন করা হয় নেত্রকোনা জেলা প্রতিনিধি ক্রাইম রিপোর্টের মিজানূর রহমান ইমনের পিতা মাতার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে এলাকার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খবর নেত্রকোনা সম্পাদক ও প্রকাশক রেজাউল হাসান সুমন , নেত্র টুডের সম্পাদক প্রণব রায় রাজু , দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি নাজমুল ইসলাম,সুবর্ণ বাংলার জেলা প্রতিনিধি আবু হানিফ উজ্জ্বল এবং রাজধানী টেলিভিশনের স্টাফ রিপোর্টার হৃদয় রায় সজীব। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক ও সাধারণ জনগণ এতে অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় কোরআন তিলাওয়াত ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এরপর মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ইফতার করা হয়।
মিজানূর রহমান ইমন তার বক্তব্যে বলেন, “আমার পিতা মাতা , বড় ভাই সহ সকল কবর বাসীরকে আল্লাহ যেনো বেহেশত নসিব করেন। ভবিষ্যতেও এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার ইচ্ছে আছে।
অনুষ্ঠানের আয়োজকরা ভবিষ্যতে আরও দোয়া মাহফিল ও জনকল্যাণমূলক কাজ করার প্রতিশ্রুতি দেন।
Leave a Reply