1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
GNN TV24 LTD. এর নির্বাহী পরিচালক হিসেবে শাহীন মন্ডলের নিয়োগ নরসিংদী পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগের ৫জন সহ সারাদেশে ৫৯ জন বিদ্রোহী প্রার্থীকে বিএনপি দল থেকে বহিষ্কার আদেশ জাতীয় পার্টিকেই না করে দেবে জনগণ: আখতার হোসেন রংপুর-১ আসনে নির্বাচনে ছয় প্রার্থীর প্রতীক বরাদ্দ খাগড়াছড়ি-২৯৮ আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন১১ প্রার্থীর আনুষ্ঠানিক প্রচারণা শুরু বৃহস্পতিবার থেকে বীরগঞ্জে শিশু উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ,বিভিন্ন দপ্তরে অভিযোগ পানছড়িতে ৩ বিজিবির মানবিক সহায়তা: মাদ্রাসা ও অসহায় পরিবারের মাঝে সোলার প্যানেল, শিক্ষার্থীদের আর্থিক অনুদান জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূত ও মিয়া সাত্তারের সৌজন্যমূলক সাক্ষাৎ কর্ণফুলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী তাণ্ডব; সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দা চরণদ্বীপ দরবারে রওজা শরীফ ও জামে মসজিদের নতুন নকশা উন্মোচন

আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশনের উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশকাল: সোমবার, ২৪ মার্চ, ২০২৫

মোঃমামুনুর রশিদ :

 ২৩ মার্চ ২০২৫ 📍 স্থান: গ্র্যান্ড দরবার রুফটপ রেস্টুরেন্ট, ২৬ হাতখোলা রোড, টিকাটুলি।

আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার ইউনাইটেড অ্যালায়েন্সের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম তমিজি। এছাড়া উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা বিভাগীয় কার্যনির্বাহী স্ট্যান্ডিং কমিটির সদস্য এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেন এবং সাংবাদিকতার নৈতিকতা, ন্যায়বিচার ও আইনি সুরক্ষার প্রতি তাঁদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

নেতৃবৃন্দের বক্তব্য

⃣ সভাপতি – লাবলু মিয়া: “সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি দায়িত্ব ও কর্তব্য। সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করতে হবে।”

⃣ সিনিয়র সহ-সভাপতি – জাফরুল আলম: “সংগঠন সর্বদা সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে কাজ করবে।”

⃣ সহ-সভাপতি – জামাল উদ্দিন: “সাংবাদিকরা জাতির বিবেক, তাঁদের অবশ্যই সত্য ও ন্যায়ের পক্ষে থাকতে হবে।”

⃣ সহ-সভাপতি – এম. এস. শাহজালাল: “সাংবাদিকতার নীতি ও আদর্শ রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

⃣ সহ-সভাপতি – কাজল: “আমাদের সংগঠন সর্বদা সাংবাদিকদের কল্যাণ ও আইনি সহায়তার জন্য কাজ করবে।”

⃣ সাধারণ সম্পাদক – নারগিস জুই: “সাংবাদিকদের স্বাধীনতা রক্ষায় আমাদের একসঙ্গে কাজ করতে হবে।”

⃣ প্রধান সাধারণ সম্পাদক – আতিক ইসলাম: “সংগঠন সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে থাকবে, আমাদের সবাইকে এ জন্য এগিয়ে আসতে হবে।”

⃣ সাংগঠনিক সম্পাদক – মাসুম ফারুকী: “সংগঠনের উন্নয়ন ও সম্প্রসারণের জন্য আমরা নিরলস কাজ করব।”

⃣ অর্থ সম্পাদক – আবু নাসির আহমেদ: “বিভিন্ন উৎস থেকে তহবিল সংগ্রহের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করা হবে।”

⃣ প্রচার ও প্রকাশনা সম্পাদক – পাভেল: “সাংবাদিকদের ন্যায্য দাবিগুলো সমাজে প্রচারের জন্য গণমাধ্যম ও প্রকাশনার গুরুত্ব অপরিসীম।”

⃣ আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক – অ্যাডভোকেট আলমগীর হোসেন: “সাংবাদিকদের আইনি সহায়তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে।”

⃣ মহিলা ও শিশু কল্যাণ সম্পাদক – জান্নাতুল ফেরদৌস: “নারী ও শিশুদের অধিকার রক্ষায় সাংবাদিকদের নেতৃত্ব দিতে হবে।”

⃣ সহকারী মহিলা ও শিশু কল্যাণ সম্পাদক – সাজনা বেগম: “নারী ও শিশু নির্যাতন রোধে গণমাধ্যমের শক্তিশালী ভূমিকা থাকা উচিত।”

⃣ শিক্ষা ও গবেষণা সম্পাদক – তানভীর রায়হান: “সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ও গবেষণার ওপর গুরুত্ব দেওয়া উচিত।”

⃣ তথ্য ও প্রযুক্তি সম্পাদক – মিলন: “সাংবাদিকতার ডিজিটাল রূপান্তর এবং তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।”

⃣ কল্যাণ সম্পাদক – মাহবুবুর রহমান: “সাংবাদিকদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

⃣ সহকারী ক্রীড়া সম্পাদক – কাজী জাহাঙ্গীর: “সাংবাদিকদের মানসিক ও শারীরিক সুস্থতার জন্য ক্রীড়া সুবিধা থাকা জরুরি।”

⃣ সাংস্কৃতিক সম্পাদক – ওয়াজেদ আলী: “সংগঠনের সাংস্কৃতিক কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে কাজ করব।”

⃣ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক – হাসিব রহমান: “সাংবাদিকদের জন্য দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।”

⃣ সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক – মামুনুর রশীদ: “সাংবাদিকতার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সঠিক তথ্য প্রচার অপরিহার্য।”

⃣ সিনিয়র সাংবাদিক – এম. এ. মামুন ভূঁইয়া: “সাংবাদিকদের মর্যাদা ও অধিকার রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

⃣ সাংবাদিক – মাকসুদুর রহমান মামুন: “সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ও গবেষণা অপরিহার্য।”

নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেস তালিকা ঘোষণা

নতুন প্রকাশিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেস তালিকা-তে ২২ জন গুরুত্বপূর্ণ নেতা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত হয়েছেন।

এই কমিটি সংগঠনের সার্বিক কার্যক্রম তদারকি করবে এবং সাংবাদিকতার স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সকল সদস্য ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং ন্যায়বিচার ও সততার প্রতি অবিচল থাকার আহ্বান জানানো হয়।

মানবাধিকার ইউনাইটেড অ্যালায়েন্সের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম তমিজি শপথ পাঠ করান। এই শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথমবারের মতো সংগঠনটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে এবং গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে শুরু হওয়া এই মহতী অনুষ্ঠান ইফতার ও নৈশভোজের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ