1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
GNN TV24 LTD. এর নির্বাহী পরিচালক হিসেবে শাহীন মন্ডলের নিয়োগ নরসিংদী পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগের ৫জন সহ সারাদেশে ৫৯ জন বিদ্রোহী প্রার্থীকে বিএনপি দল থেকে বহিষ্কার আদেশ জাতীয় পার্টিকেই না করে দেবে জনগণ: আখতার হোসেন রংপুর-১ আসনে নির্বাচনে ছয় প্রার্থীর প্রতীক বরাদ্দ খাগড়াছড়ি-২৯৮ আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন১১ প্রার্থীর আনুষ্ঠানিক প্রচারণা শুরু বৃহস্পতিবার থেকে বীরগঞ্জে শিশু উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ,বিভিন্ন দপ্তরে অভিযোগ পানছড়িতে ৩ বিজিবির মানবিক সহায়তা: মাদ্রাসা ও অসহায় পরিবারের মাঝে সোলার প্যানেল, শিক্ষার্থীদের আর্থিক অনুদান জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূত ও মিয়া সাত্তারের সৌজন্যমূলক সাক্ষাৎ কর্ণফুলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী তাণ্ডব; সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দা চরণদ্বীপ দরবারে রওজা শরীফ ও জামে মসজিদের নতুন নকশা উন্মোচন

চিলমারীতে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে মামীর অনশন

  • প্রকাশকাল: রবিবার, ২৩ মার্চ, ২০২৫

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকা (মামানি) অনশনে বসেছেন। রোববার (২২ মার্চ) সকাল ৮ টার দিকে, উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাচারী পাড়া (চড়াও বাড়ী) গ্রামের দেলাবর রহমানের ছেলে প্রেমিক নাজমুল ইসলাম (২০)এর বাড়িতে এই অনশন শুরু করেন। জানাযায় উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের, আঃ হাই এর মেয়ে। নুর আছমা (২৩) বলেন, ছেলে আমার স্বামীর (ভাগ্নে) ও বন্ধু ছিল, সেই সুবাদে আমার শশুর বাড়ীতে যাওয়া আসা করত। গত ৪মাস ধরে আমাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক চলে আসছে। সম্পর্কের কারণে আমাদের মধ্যে প্রায় সাক্ষাৎ ও মুঠোফোনে কথা হত। ছেলে আমাকে ফোন কিনে দিয়েছিল, আমার ২ ছেলে আছে সেই সুবাদে সে প্রায় প্রায় চকলেট কিনে দিত। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান প্রেমিক নাজমুল ইসলাম। হঠাৎ একদিন আমাদের ২জন কে এক ঘরে দেখতে পায় আমার স্বামী। পরে চেয়ারম্যান, গ্রাম পুলিশ ও গ্রামের নেতারা মিলে মিটিং করে দেয়। তখন ছেলে আমাকে আশ্বাস দেয়, তুমি ঢাকা যাও। তোমার স্বামী যদি তোমাকে ডিভোর্স দিলে, আমি তোমাকে বিয়ে করব। পরে ডিভোর্স হলে, আমি ছেলের সাথে কথা বলি। তখন সে আমাকে বলে যার ছেলে সে ছেলেকে নিবে, আমার সমস্যা নাই। আবারও বলেন আমার বাবা-মা বাড়ীতে মেনে নিলে আমি তোমাকে নিব। প্রায় ২/৩ মাস ধরে বিয়ের আশ্বাস দিয়ে আসলেও গত ৮/১০ দিন যাবৎ নাজমুল ইসলাম সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন। যার কারণে আজ সকালে আমি তাদের বাড়িতে আসি। ছেলের বড় ভাই বলে কে এই মেয়ে, পরে ছেলের মা ও মামী আমাকে ঘার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেন। ভুক্তভোগী এই তরুণী আরও বলেন, ছেলে আমার অনেক শারীরিক ক্ষতি করেছেন। এখন সবার কাছে আমার একটাই দাবি, আমি তার স্ত্রী হিসাবে তার বাড়িতে থাকতে চাই। সবাই আমাকে বাড়ি ছেড়ে যাওয়ার জন্য বার বার বলছেন। এমন অবস্থায় আমি নিজেকে নিরাপত্তাহীন মনে করছি। অভিযুক্ত প্রেমিক নাজমুল ইসলামের মা বলেন, এই মেয়ের সঙ্গে আমার ছেলের কোন সম্পর্ক নাই। আমরা বাড়িতে কখনো কেউ তাদের সম্পর্কের কথা জানি না। কিছু দিন আগে মেয়ের বাড়ির পাশে ওয়াজ মাহফিল হয়, সে খানে আমার ছেলে ওয়াজ শোনার জন্য যায়। মেয়ে ফোন করে ডেকে নিয়ে যায়, পরে সে ব্লেড দিয়ে হাত কেটে বলে আমাকে বিয়ে করতে হবে। তারপরে সবাই মিটিং করে, আমার ছেলের কোন দোষ খুঁজে না পেয়ে তাকে ছেড়ে দেয়। তখন থেকে আমার ছেলের কোন খবর নাই, কই থাকে না আমি জানি না। তখন থেকে আর কোন কিছু শুনি নাই। ছেলের গ্রামবাসী দাদা আঃ আজিজ বলেন, আমি ঐ মিটিং এ ছিলাম ছেলের কোন দোষ না পাওয়ার ছেলেকে সবাই ছেড়ে দেয়। গ্রামবাসী ফয়েজ মিয়া বলেন, ঐ মেয়ের আগের স্বামী মিন্নাতুল ও নাজমুল ইসলাম এরা দুজনেই মামা ও ভাগ্নে সম্পর্ক। এরা সব কাজ দুজনেই মিলে করত, এদের মধ্যে খুবই মিল ছিল। এরই সুবাদে ভাগ্নে ও মামানির মধ্যে গভীর সম্পর্ক হয়, পরে তারা দুজনেই শারিরীক সম্পর্কে জড়িয়ে পড়ে বলে জানান।

এ বিষয়ে ওয়ার্ড মেম্বার মোনায়েম হোসেন বলেন, আমি এই বিষয়ে কিছু জানি না। কেউ আমাকে কিছু বলেনি। এ বিষয়ে চিলমারী মডেল থানা কর্মকর্তা (ওসি) মোশাহেদ খানের বলেন, এ বিষয়ে আমাদের কেউ কিছু জানায়নি। জানলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ