মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ
জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ পাবনা জেলা শাখার আয়োজনে স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মার্চ ) পাবনা কাশমিরী ফুড গার্ডেনের মিলনায়তনে স্বাধীনতা দিবসের আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পরিষদের পাবনা জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার নাসির উদ্দিন নাসিমের সভাপতিত্বে সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার এম এ সাত্তার ও এস এম সোহেলের সঞ্চালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি. মুসলেম উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাবনা জেলার প্রধান উপদেষ্টা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল, সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম।
প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মুসলেম উদ্দিন বলেন, বিগত সময়ের ফ্যাসিস্ট সরকারের হত্যা, খুন, গুম ও দুর্নীতির কারণে দেশ আজ পঙ্গু হয়েগেছে। আগামীতে সৎ ও যোগ্য লোকের হাতে নেতৃত্ব দিতে হবে। তাহলে অনিয়ম ও দুর্নীতি হবে না। আগামীতে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে বিচক্ষণতার পরিচয় দিতে হবে। প্রধান অতিথি আরো বলেন, আমরা বর্তমান সরকারের সাথে যোগাযোগ করে মুক্তিযোদ্ধাদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ব্যবস্থা করব, ইনশাল্লাহ।
বিশেষ অতিথি অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা করতে হবে। দ্রুত প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকার গেজেট প্রকাশ করে তাদেরকে প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রদান করতে হবে ।
সভায় স্বাগত বক্তব্যদেন সংগঠনের সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা ও চলনবিল উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি ডাঃ এম এ সাত্তার তিনি বলেন, ইসলামী দলগুলোকে বাদ দিয়ে আগামীতে কেউ রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। সমমনা ইসলামী দল এবং গণতান্ত্রিক ও দেশপ্রেমিক দলগুলো নিয়ে আগামীতে যে জোট হতে যাচ্ছে জাতীয় রাজনীতিতে সেই জোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।
আলোচনা সভা ও ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম খান, জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হাসান ,পাবনা পৌর জামায়াতের সাবেক আমির আবিদ হাসান দুলাল, শফিক গ্রুপের চেয়ারম্যান শফিকুর রহমান শফিক, বীর মুক্তিযোদ্ধা ডাঃ এম এ মজিদ, প্রেস ক্লাব পাবনার সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জু।
মাহফিলে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন দৈনিক জীবন কথার সম্পাদক এ এস এম আব্দুল্লাহ, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন মাসুম, প্রেসক্লাব পাবনার যুগ্ম সাধারণ সম্পাদক ও এস এ টিভির জেলা প্রতিনিধির কামরুল ইসলাম, মাই টিভির পাবনা জেলা প্রতিনিধি নাহিদ মিয়া ও দৈনিক বাংলাখবর প্রতিদিনের ষ্টাফ রিপোর্টার সাংবাদিক আব্দুল্লাহ আল মোমিন প্রমুখ।
Leave a Reply