ইমন রহমান, নেত্রকোনা প্রতিনিধি ঃ
নেত্রকোনায় জাতীয় পরিচয়পত্র (NID) সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে মানব-বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ সকালে ভোটার তালিকা ও এনআইডি একসূত্রে গাঁথা-বিভক্তি মানি না, ভোটারের বাই প্রোডাক্ট এনআইডি ,এনআইডি রাজনৈতিক হাতিয়ার নয় -এটি ইসি’র অধিকার১৩ কোটি ভোটারের ডাটাবেজ ইসি’র অধীনে নিরাপদ এই শ্লোগান সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে নেত্রকোনা জেলা ও সদর নির্বাচন অফিস ও সার্ভার স্টেশনের সামনে এই মানব-বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয় । মানব-বন্ধনে নেত্রকোনা জেলা,সদর উপজেলা নির্বাচন অফিস ও সার্ভার স্টেশনের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করে বক্তব্য রাখেন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মু. মোশাররফ হোসেন, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক, নেত্রকোনা সদর নির্বাচন অফিসার মো: সিহাব উদ্দিন প্রমুখ ।
বক্তারা বলেন, ২০০৭-২০০৮ সালে বাংলাদেশ নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সার্বিক সহযোগিতায় একটি নির্ভুল ও গ্রহণযোগ্য ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়। নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারী অক্লান্ত পরিশ্রমে গড়ে ওঠে
০৮ কোটি ১০ লক্ষ নাগরিকদের ডেমোগ্রাফিক ও বায়োমেট্রিক তথ্য সম্বলিত এক বিশাল ডাটাবেইজ যা পৃথিবীর ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করে ।
সর্বশেষ প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুসারে এই ডাটাবেজে প্রায় ১২.৫০ কোটি নাগরিকের তথ্য রয়েছে।UNDO-র সমীক্ষা অনুসারে ভোটারদের এই সংগৃহিত ডাটা ৯৯.০৭শতাংশ, সঠিক মর্মে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। ভোটার তালিকার এই তথ্যভাণ্ডার থেকেই উপজাত হিসেবে নাগরিকদের জাতীয় পরিচয় পত্র (NID) প্রদান করা হয়। বক্তারা আরো জানান, আমাদের কার্যক্রম সাংবিধানিক ম্যান্ডেট, ভোটার তালিকা হালনাগাদে তথ্য ঠিক রাখে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তারা ভোটারদের সহযোগিতা কামনা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর সহকারী নির্বাচন অফিসার কায়সার আল আরাফ, স্টেনো আব্দুল ওয়াহাব, অফিস সহায়ক মীর হায়দার হোসেন, শরিয়ত উল্লাহ।
Leave a Reply