মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সভার সিদ্ধান্ত মোতাবেক শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ঠাকুরগাঁও সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসায় নারী ও শিশু নির্যাতন বিরোধী শপথ বাক্য পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল দশটায় সারাদেশের ন্যায় একযোগে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শপথ বাক্য পাঠ করান,সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল হাসান ত্ব-হা।
এর আগে বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং মাদরাসা ও কারিগরি বিভাগের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি ক্ষেত্রে নারীর প্রতি সহিংসতার ঘটনা বেড়ে চলেছে । পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র,জনসমাগমস্থলসহ সর্বত্রই দেখা যাচ্ছে। সময়ের সঙ্গে পাল্টাচ্ছে নির্যাতনের ধরন। সাইবার জগতেও নারীর প্রতি হয়রানি এখন ভয়াবহ রূপ নিয়েছে। এসব নারী ও শিশু নির্যাতনরোধে এ কার্যক্রম গ্রহণ করা হয়।
শপথ অনুষ্ঠানে সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী বৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ অংশগ্রহণ করেন।
Leave a Reply