আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ঘিরে ১০ দলীয় রাজনৈতিক জোটের সমঝোতা অনুযায়ী খাগড়াছড়ির ২৯৮ নং সংসদীয় আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আনোয়ার হোসাইন মিয়াজী আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
জানা গেছে, কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে বাংলাদেশ খেলাফত মজলিস ১০ দলীয় জোটে শরিক হওয়ায় খাগড়াছড়ি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এরই ধারাবাহিকতায় দলীয় শৃঙ্খলা ও জোটগত ঐক্যের প্রতি সম্মান জানিয়ে মাওলানা আনোয়ার হোসাইন মিয়াজী তার দাখিলকৃত মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন।
মাওলানা আনোয়ার হোসাইন মিয়াজী খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ডের ভূইয়া পাড়ার বাসিন্দা। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং খাগড়াছড়ি আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
অপরদিকে, একই আসনের স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমা ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া আবেদনে জানান, পারিবারিক পরিস্থিতির কারণে তিনি আর নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকতে আগ্রহী নন।
উভয় আবেদনই খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক ও ২৯৮ নং আসনের রিটার্নিং কর্মকর্তার নিকট আনুষ্ঠানিকভাবে দাখিল করা হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এসব প্রার্থিতা প্রত্যাহারের ফলে খাগড়াছড়ি আসনে নির্বাচনী সমীকরণে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে এবং জোটভিত্তিক রাজনীতিতে এক নতুন মাত্রা যুক্ত হবে।
Leave a Reply