মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে সাঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আহসান হাবীব-এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) সাঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে অনুষ্ঠিত এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন আকন্দ এবং সঞ্চালনা করেন সরকারি শিক্ষক মোবাশ্বের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল কবীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রী রতন কুমার দত্ত।
এছাড়াও বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, কামালের পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান, গাইবান্ধা জেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা সহ শিক্ষা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে মোঃ আহসান হাবীবের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে শিক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর অবসরজীবন সুখময় ও সুস্থ হোক এমন প্রত্যাশাও ব্যক্ত করেন বক্তারা।
অনুষ্ঠান শেষে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
Leave a Reply