এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ২নং গোহালবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ড খালেআলমপুর দক্ষিণপাড়া মাঠ প্রাঙ্গণে (১৯ জানুয়ারী ২০২৬) সোমবার বাদ মাগরিব দেশমাতা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ৪৪ চাঁপাইনবাবগঞ্জ ২, কেন্দ্রীয় বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম আমিন। এ সময় তার উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলার সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সাবেক সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মাহাতাব উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাবর আলী বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, সাবেক সাংগঠনিক সম্পাদক কাওশারুল ইসলাম রঞ্জু, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আঃ বারী মেম্বার, ৩নং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন ঠিকাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান মিজু, যুবদলের আহ্বায়ক বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মুনসুর আলী।
পৃথকভাবে আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি ও সাবেক এমপির ব্যক্তিগত সহকারী কায়সার আহমেদ, সাবেক উপজেলা ছাত্রদল নেতা মনিরুজ্জামান মুনি ও রুবেল রানা।
বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন, ২নং গোহালবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক সভাপতি মোঃ সিরাজুল ইসলাম।
সভা শেষে সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৯০তম জন্মবার্ষিকী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী রুহের আত্মার মাগফিরাত কামনায় মাওলানা মোঃ মাসুদ রানা দোয়া পরিচালনা করেন।
এরপর বাদ মাগরিব তাঁতীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ ও বাহাদুরগঞ্জ বাজার মাঠ প্রাঙ্গণেও পৃথক পৃথকভাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply