স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এবং নর্থ আমেরিকান হিউম্যানিটেরিয়ান এইড এন্ড রিলিফ (নাহার) এর সহযোগিতায় দুস্থ ও শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন কোলাপাড়া এলাকায় স্থানীয় লোকজনের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
কোলাপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে দুস্থদের হাতে কম্বল তুলে দেন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন। এছাড়াও আশ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
এসময় ফাউন্ডেশনের কর্ণধার মুহাম্মদ নাসির উদ্দিন বলেন, “একে একে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবে আমাদের ভালোবাসার উপহার। শীতার্ত ও সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন সবসময় কাজ করে যাবে।“
কর্মসূচির শেষে আয়োজকরা জানান, মানবিক সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শীতবস্ত্র বিতরণের মাধ্যমে অসহায় মানুষের মুখে যে হাসি ফুটে উঠেছে, তা ফাউন্ডেশনের পথচলার অনুপ্রেরণা। সমাজের বিত্তবানদের এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি মানবিক ও সহানুভূতিশীল বাংলাদেশ গড়ে উঠবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।
Leave a Reply