ইমন রহমান, নেত্রকোনা প্রতিনিধি ঃ সোনালী ব্যাংক পিএলসি মদনপুর শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত, সকালে মদনপুর বাজারের পাশে হাজী জালাল উদ্দীন প্লাজার ২ তলায় সোনালী ব্যাংক পিএলসি মদনপুর শাখার কার্যক্রম চালু হয়।
সোনালী ব্যাংক পিএলসি মদনপুর শাখার ম্যানেজার
মোহাম্মদ গোলাম রব্বানী এর
সভাপতিত্বে
সোনালী ব্যাংক পিএলসি, মদনপুর শাখা, নেত্রকোণা নতুন ভবনে স্থানান্তর ও ব্যাংকিং কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি মোঃ জসীম উদ্দিন খান জেনারেল মানেজার, সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজার অফিস ময়মনসিংহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ আব্দুল্লাহ আল মোমেন, ডেপুটি জেনারেল ম্যানেজার সোনালী ব্যাংক পিএলসি,জেনারেল ম্যানেজারস অফিস ময়মনসিংহ।মোঃ নুরুল ইসলাম,ডেপুটি জেনারেল ম্যানেজার(ইনচার্জ), সোনালী ব্যাংক পিএলসি,প্রিন্সপাল অফিস, নেত্রকোনা।
সে সময় আরো উপস্থিত ছিলেন
বিশিষ্ট ঠিকাদার আজিজুল হক পলাশ,সাংবাদিক মিজানুর রহমান ইমন এবং সোনালী ব্যাংক পিএলসি মদনপুর শাখার অফিসার ও কর্মচারী বৃন্দগন।
Leave a Reply