1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
GNN TV24 LTD. এর নির্বাহী পরিচালক হিসেবে শাহীন মন্ডলের নিয়োগ নরসিংদী পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগের ৫জন সহ সারাদেশে ৫৯ জন বিদ্রোহী প্রার্থীকে বিএনপি দল থেকে বহিষ্কার আদেশ জাতীয় পার্টিকেই না করে দেবে জনগণ: আখতার হোসেন রংপুর-১ আসনে নির্বাচনে ছয় প্রার্থীর প্রতীক বরাদ্দ খাগড়াছড়ি-২৯৮ আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন১১ প্রার্থীর আনুষ্ঠানিক প্রচারণা শুরু বৃহস্পতিবার থেকে বীরগঞ্জে শিশু উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ,বিভিন্ন দপ্তরে অভিযোগ পানছড়িতে ৩ বিজিবির মানবিক সহায়তা: মাদ্রাসা ও অসহায় পরিবারের মাঝে সোলার প্যানেল, শিক্ষার্থীদের আর্থিক অনুদান জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূত ও মিয়া সাত্তারের সৌজন্যমূলক সাক্ষাৎ কর্ণফুলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী তাণ্ডব; সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দা চরণদ্বীপ দরবারে রওজা শরীফ ও জামে মসজিদের নতুন নকশা উন্মোচন

ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

  • প্রকাশকাল: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

মকবুল হোসেন, স্টাফ রিপোটার

ময়মনসিংহ নগরীর চিকিৎসা অধ্যূষিত ব্যস্ততম চরপাড়া এলাকায় যানজট সমস্যা নিরসনের দাবী জানিয়েছে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ,সংগঠনটি আজ ১৪ জানুয়ারি ২০২৬ বুধবারম বিকাল ৩ টায় ঘন্টাব্যাপী নগরীর চরপাড়া মোড়ে মানববন্ধন করেছে। মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, চরপাড়া এলাকা বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল ও পার্শ্ববর্তী অন্যান্য অঞ্চলের চিকিৎসার প্রধান ভরসাস্থল। এখানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ও হাসাপাতালসহ অর্ধ শতাধিক বেসরকারী হাসপাতালে চিকিৎসা সেবা করে আসছে। ফলে প্রতিদিন হাজার হাজার সাধারণ মানুষ চিকিৎসাজনিত কারণে চরপাড়ায় আগমন করে থাকেন। ফলে আগত মানুষজন ও যানবাহনের চাপ প্রতিদিনই থাকে। কিন্তু যথাযথ ব্যবস্থাপনার চরম অভাব প্রতিদিন দৃশ্যমান থাকে। এতে অস্বাভাবিক যানজট সবসময় লেগেই থাকে। যানজটে রাস্তায় আটকে থাকার কারণে রাস্তায় রোগীর মৃত্যুর ঘটনা অনেক ঘটেছে। একদিকে ফুটপাত দখল অন্যদিকে যত্রতত্র যানবাহন পার্কিং, অটো স্ট্যান্ড, এ্যাম্বুলেন্স স্ট্যান্ড ইত্যাদি থাকার কারণে যানবাহনের চলাচলের রাস্তা সরু হয়ে পড়েছে। চরপাড়া এলাকার যানজট ময়মনসিংহ নগরীর বিষফোঁড়া হয়ে দেখা দিয়েছে। এতে জনদুর্ভোগ জনভোগান্তি দিনদিন চরম আকার ধারণ করেছে। চরপাড়া এলাকার যানজট দূরীকরণে পুলিশের ট্রাফিক বিভাগসহ অন্যান্য কর্তৃপক্ষ যথাযথ দায়িত্ব পালনে অবহেলা করছে যা কখনোই কাম্য হতে পারে না।

বক্তারা আরো বলেন, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং চিকিৎসা অধ্যূষিত চরপাড়া এলাকার অস্বাভাবিক যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা একান্ত জরুরি। পুলিশ কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশনসহ সকল কর্তৃপক্ষকে সম্মিলিতভাবে যথাযথ ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে। এর কোন ব্যত্যয় কাম্য নয়। চরপাড়া এলাকায় যানজটজনিত আজ যে জনদূর্ভোগ জনভোগান্তি তা নিরসন করতেই হবে। এর কোন বিকল্প নেই।

সংগঠনটি সভাপতি ইমতিয়াজ আহমেদের সভাপতিত্বে ও সহ সাঃসম্পাদক শাহরিয়ার আহমেদ আশিকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষাবিদ তপন সাহা চৌধুরী, সাংবাদিক মকবুল হোসেস, এম এ জিন্নাহ, আব্দুল মান্নান খান, অঞ্জন সরকার, সাংবাদিক আব্দুল হান্নান আল আজাদ, আবু বকর সিদ্দিক রুমেল, তানজিল হোসেন মুণিম, সজীব আকন্দ, আবীর হোসেন, আহসান উল্লাহ, খন্দকার তালহা জোবায়ের রোমান, সাদিকুল ইসলাম প্রমূখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ