প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
নোয়াখালীর বেগমগঞ্জে গভীর রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর নিয়মিত অভিযানে একটি পরিত্যক্ত রিভলবার উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে বেগমগঞ্জ মডেল থানাধীন ০৫নং ছয়ানি ইউনিয়নের ছয়ানি পূর্ব বাজার সংলগ্ন জোড়া ব্রিজের উত্তরে এ অভিযান পরিচালিত হয়।
ডিবি সূত্রে জানা যায়, নিয়মিত টহল ডিউটির সময় গোপন সূত্রে খবর পাওয়া যায় যে, উক্ত এলাকায় একটি খালি জায়গার ঝোপের ভেতরে কিছু অবৈধ অস্ত্র লুকানো রয়েছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়।
পরবর্তীতে জেলা গোয়েন্দা শাখা, নোয়াখালীর পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ সোলায়মানের নেতৃত্বে এসআই (নিঃ) অনুপ চক্রবর্তীসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে তল্লাশি চালান। তল্লাশি শেষে ঝোপের ভেতরে একটি প্লাস্টিকের প্যাকেটের মধ্যে রক্ষিত অবস্থায় ০১ (এক) টি রিভলবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটি জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত অস্ত্রের সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি ঘটনাস্থলের আশপাশ এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply