সাঈদ চৌধুরী:
জাগো নারী ফাউন্ডেশনের উদ্যোগে গত ১০ জানুয়ারি ২০২৬ তারিখ বিকাল ৪ ঘটিকায় রাজধানীর রুপনগরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে শীতার্ত গরীব ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়। জাগো নারী ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মুশতারী বেগমের সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক লাভলী ইয়াসমিনের সঞ্চালনায় উক্ত কম্বল বিতরন অনুষ্ঠানের শুরুতে আমেরিকার ফ্লোরিডা থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারপারসন নূর-উন-নাহার মেরী। তিনি শীতার্ত গরীব ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনের সকল নেতাকর্মীদৈর ধন্যবাদ জানান এবং এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহবান জানান। অনুষ্ঠানের সঞ্চালক নির্বাহী পরিচালক লাভলী ইয়াসমিন বলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারপারসন নূর-উন-নাহার মেরীসহ নির্বাহী কমিটির নেতৃবৃন্দের ব্যক্তিগত অর্থায়ন এবং নেদারল্যান্ড প্রবাসী জাগো নারী ফাউন্ডেশনের উপদেষ্টা সিমা আক্তার ও মঞ্জুরা ইয়াসমিনের সহযোগিতায় শীতার্ত গরীব ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হয়েছে। তিনি এই জন্য সংশ্লিষ্ট সকল নেতাকর্মী, উপদেষ্টা ও পৃষ্ঠপোষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এ-ওয়ান টেলিমিডিয়ার চেয়ারম্যান খ ম খুরশীদ, পরিচালক (সমাজকল্যান) ইলা বিশ্বাস, পৃষ্ঠপোষক সৈয়দ আকতার পারভেজ, সহ-সভাপতি রোকসানা বেগম, যুগ্ন-সম্পাদক হালিমা ইয়াসমিন চামেলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম,কার্য নির্বাহী সদস্য কাজল রহমান, শিউলি বেগম, রিক্তা আক্তার, রাহেলা আক্তার মুন্নী, রুপালী খাতুন ও সাংবাদিক সিরাজুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, শীতার্ত ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও জাগো নারী ফাউন্ডেশনের এই ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম আরো জোরদার করবে।
Leave a Reply