মোঃ মোবারক হোসেন নাদিম
স্টাফ রিপোর্টার,
মনোহরদী (নরসিংদী) মনোহরদী থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ বছরের সাজাপ্রাপ্ত এবং ৬ মাসের সাজাপ্রাপ্ত ২জন আসামি গ্রেফতার করা হয়েছে।
১৯/১২/২০২৫ তারিখ রাত ২২.০০ ঘটিকা হইতে ইং ২০/১২/২০২৫ তারিখ ভোর রাত ০৬.০০ ঘটিকার মধ্যে মনোহরদী থানার অফিসার ইনচার্জ জনাব, মোঃ শাহীনুল ইসলাম স্যারের দিক নিদের্শনায় এসআই/ মোহাম্মদ আল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া উত্তরাপূর্ব থানার মামলা নং-৪৩(০৪)১৮, জিআর সাজা প্রসেস নং-৬১/২৫ এর ০৭ (সাত) বছরের সাজা প্রাপ্ত আসামী ১. এনামুল হক, পিতা- আবদুর রহমান, সাং- হরীনারায়নপুর (মধ্যপাড়া), থানা- মনোহরদী, জেলা- নরসিংদী, এবং মনোহরদী থানার মামলা নং-১৬(০৪)১১,
জিআর সাজা প্রসেস নং-০৬/২৫ খ্রি: এর ০৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী ২। মোঃ মুকুল হোসেন, পিতা- মৃত আমির হোসেন, সাং- দিঘাকান্দী, থানা- মনোহরদী, জেলা- নরসিংদীদ্বয়কে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হইয়াছে।
Leave a Reply