মোঃ মোবারক হোসেন নাদিম
স্টাফ রিপোর্টার
গাজীপু জেলার কাপাসিয়া উপজেলা খিরাটি গ্রামের মোসাঃ শাহানা আক্তারকে হত্যার চেষ্টায় লোহার রড় দিয়ে মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় মোসাঃ শাহানা আক্তারকে মনোহরদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।
গত ১৬/১২/২০২৫ইং তারিখ সকাল আনুমানিক ৯:০০ ঘটিকায় সময় মোসাঃ শাহানা আক্তার (৩৫) স্বামী মোঃ বাবুল মোল্লা, মাতাঃ মোসাঃ আমেনা খাতুন, সাং খিরাটি ডাকঘর খিরাটি, থানা কাপাসিয়া, জেলা গাজীপুর।
পারিবারিক কোলাহল জের ধরে হত্যার চেষ্টা করেন আওয়ামী লীগে সন্ত্রাসী বাহিনী দুসর মোঃ বাদশা মিয়া (৩৬) পিতা মৃত কফিল উদ্দিন ও স্ত্রী আফরোজা পারভীন (৩০) স্বামী বাদশা মিয়া উভয় সাং খিরাটি থানা কাপাসিয়া জেলা গাজীপুর।
সরজমিন গিয়ে জানা যায় বিগত সময়ে আওয়ামী লীগে প্রভাব খাটিয়ে শাহানা আক্তারের স্বামী মোঃ বাবুল মোল্লাকে অনেক মারধর এবং বিভিন্ন ভাবে হয়রানি করেন।
বিগত সময়ে শাহানাকে হত্যার চেষ্টা করেছিলেন।
তার ধারাবাহিকতায় গত ১৬ তারিখ মোসাঃ শাহানা আক্তার স্বামী কুয়েত প্রবাসী হওয়ায় ফাকা বাড়িতে একা পেয়ে বাদশা মিয়া তার স্ত্রী আফরোজা পারভীন মিলে শাহানাকে রড় দিয়ে মাথা আঘাত করলে মাটিতে পড়ে যায় তারপর শরীলের বিভিন্ন জাগায় এলোপাতাড়ি পিটিয়ে জখম করে।
শাহানার মাথা ফেটে খত হওয়ায় তার চিৎকারে আশেপাশে লোকজন এসে তাকে মনোহরদী উপজেলা হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করেন।
কর্মরত ডাক্তারের সাথে কথা বললে তিনি জানান তার মাথায় গভীর খত থাকায় ৮টি সেলাই করতে হয়েছে।
মোসাঃ শাহানা আক্তার নিজে বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি প্রাথমিক অভিযোগ করেন এবং তার স্বামী মোঃ বাবুল মোল্লার দাবি সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করে সঠিক বিচারের দাবি করেছেন।
Leave a Reply