মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার :
শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক প্রত্যয়ে সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS) এর পক্ষ থেকে কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গাইবান্ধার সাঘাটা ডিগ্রি কলেজ মাঠে জান্নাতুন নাঈম সালাফিয়া ও হাফিজিয়া মাদ্রাসার আয়োজনে এ সমাজসেবামূলক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল—
“এসো সমাজসেবায় নিজেকে নিয়োজিত করি, অর্থ আমাদের লক্ষ্য নয়—সেবাই আমাদের মূল লক্ষ্য।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সাঘাটা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ ফাহমিদুল ইসলাম মোল্লা রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঘাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও সাঘাটা উন্নয়ন সংস্থার উপদেষ্টা সাইদুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঘাটা উন্নয়ন সংস্থার উপদেষ্টা সিরাজুল ইসলাম, মাহফুজ আহমেদ টিটু এবং সাঘাটা উন্নয়ন সংস্থার সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাঘাটা উন্নয়ন সংস্থার গাইবান্ধা জেলা শাখার সভাপতি নুরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাঘাটা উন্নয়ন সংস্থার গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক আনছারুজ্জামান রেজওয়ান।
অনুষ্ঠান শেষে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তাঁরা আরও বলেন, সমাজের বিত্তবানদের উচিত মানবতার সেবায় এগিয়ে এসে এ ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করা।
সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS) সূত্রে জানা যায়, এই কম্বল বিতরণ কর্মসূচি চলমান থাকবে এবং পর্যায়ক্রমে সাঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে।
বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতেও সাঘাটা উন্নয়ন সংস্থা মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে এবং একটি সুন্দর, মানবিক ও সহানুভূতিশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
Leave a Reply