মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ
সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS)-এর গাইবান্ধা জেলা কমিটি আগামী ৩ (তিন) বছরের জন্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।
১৬ই ডিসেম্বর, রোজ মঙ্গলবার, সকাল ১১টায় সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS)-এর কেন্দ্রীয় কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS) একটি সম্পূর্ণ অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও মানবকল্যাণমূলক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সংগঠনের উল্লেখযোগ্য সেবামূলক কর্মকাণ্ডের মধ্যে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও মানবিক সহায়তা প্রদান, সেচ্ছায় রক্ত দান, শিক্ষা সহায়তা ও শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, স্বাস্থ্যসেবা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও সচেতনতামূলক কার্যক্রম, দুর্যোগকালীন জরুরি সহায়তা (বন্যা, শীত, মহামারী ইত্যাদি), সামাজিক সচেতনতা বৃদ্ধি, যুব উন্নয়ন ও স্বেচ্ছাসেবক গড়ে তোলা, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে নানামুখী কার্যক্রম।
নবগঠিত এই জেলা কমিটির মাধ্যমে সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS) আরও গতিশীল ও কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
নবনির্বাচিত সকল সদস্যকে জানাই অভিনন্দন ও আন্তরিক শুভকামনা।
মানবতার সেবায় আপনাদের পথচলা হোক আরও দৃঢ়, সফল ও কল্যাণমুখী।
Leave a Reply