মোঃ মোবারক হোসেন নাদিম
স্টাফ রিপোর্টার,
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, ২০২৫ উদযাপন উপলক্ষে নরসিংদী জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের সমাবেশ, মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শনী ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আনোয়ার হোসাইন এবং নরসিংদী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয়।
কুচকাওয়াজে নরসিংদী জেলা পুলিশের একটি চৌকস দল অংশগ্রহণ করে। এছাড়া আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারা অধিদপ্তর, বিভিন্ন স্কুল-কলেজর ছাত্র-ছাত্রীদের নিয়ে গঠিত কন্টিজেন্ট সমূহ অংশগ্রহণ করে। কুচকাওয়াজ শেষে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা পৃথকভাবে বিভিন্ন ধরনের মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশন করে।
কুচকাওয়াজ এবং স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের দলগত মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশন শেষে বিজয়ীদের পুরস্কার প্রদান করেন সম্মানিত জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়।
এসময় বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ নরসিংদী জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এবং অত্র জেলার সর্বস্তরের জনসাধারণগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply