ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ, ডিসপ্লে প্রদর্শন, বেলুন ও কবুতর উড়িয়ে বিজয় দিবসের শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা ও পুলিশ সুপার বেলাল হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলি, বীর মুক্তিযোদ্ধা আনিসুল হক চৌধুরী, ইএসডিওর নির্বাহী পরিচালক শহিদুজ্জামান, জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান,বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন শেষে জেলা শিশু একাডেমিতে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী’র নেতৃত্বে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানাসহ অতিথিবৃন্দ।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সামনে স্থাপিত শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
দুপুরে মির্জা রুহুল আমিন মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সম্মানে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া বিকেল তিনটায় বড় মাঠে ঠাকুরগাঁও পৌরসভার আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন একাদশ ও পৌরসভা একাদশের মধ্যকার খেলাটি ২-২ গোলে ড্র হয়। খেলা শেষে অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে পৌরসভার পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়।

Yaw:144.61687,Pitch:-1.047422626615631,Roll:1.2057928114757601
Leave a Reply