1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. aglovelu99@gmail.com : Ag Lovelu : Ag Lovelu
  3. infocrime24@gmail.com : info crime24 : info crime24
  4. crimereport24@gmail.com : Crime Report : Crime Report
  5. mehedyhasan321m@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  6. musasirajofficial@gmail.com : Musa Asari : Musa Asari
  7. crime7775@gmail.com : Ariful Islam : Ariful Islam
  8. nurealomsah@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বর্ণিল আয়োজনে ঠাকুরগাঁওয়ে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন - Crime Report 24
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম
পলাতক এমডির জাল স্বাক্ষর ওপলাতক এমডি জাল সাক্ষর ও ভুয়া নথি: আফাকু কোল্ড স্টোরেজের ৩৮ কোটি টাকার খেলাপি ঋন বর্ণিল আয়োজনে ঠাকুরগাঁওয়ে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন কালিয়াকৈর বিজয় দিবসে শহীদদের প্রতি ৫ নং ওয়ার্ড ছাত্রদলের শাহেদের বিনম্র শ্রদ্ধা ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন সোনারগাঁও উপজেলা প্রবেশ গেইট এর আশে পাশে বাঁশের বেড়া উচ্ছেদের পর শত মানুষ ছবি তোলায় ব্যস্ত রয়েছে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষার্থীদের সমাবেশ, মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শনী ও কুচকাওয়াজ অনুষ্ঠিত আমতলীতে মহান বিজয় দিবস উদযাপিত কালিয়াকৈর মহান বিজয় দিবস পালিত সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS) গাইবান্ধা জেলা কমিটি প্রকাশ – ২০২৫ ইং ভোলাহাটে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় পালিত নোয়াখালীতে বিজয় দিবসে ব্যাংকারদের মিলনমেলা

বর্ণিল আয়োজনে ঠাকুরগাঁওয়ে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন

  • প্রকাশকাল: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
Yaw:208.3775,Pitch:8.962362594021345,Roll:1.1236034487420739

ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ, ডিসপ্লে প্রদর্শন, বেলুন ও কবুতর উড়িয়ে বিজয় দিবসের শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা ও পুলিশ সুপার বেলাল হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলি, বীর মুক্তিযোদ্ধা আনিসুল হক চৌধুরী, ইএসডিওর নির্বাহী পরিচালক শহিদুজ্জামান, জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান,বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন শেষে জেলা শিশু একাডেমিতে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী’র নেতৃত্বে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানাসহ অতিথিবৃন্দ।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সামনে স্থাপিত শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
দুপুরে মির্জা রুহুল আমিন মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সম্মানে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া বিকেল তিনটায় বড় মাঠে ঠাকুরগাঁও পৌরসভার আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন একাদশ ও পৌরসভা একাদশের মধ্যকার খেলাটি ২-২ গোলে ড্র হয়। খেলা শেষে অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে পৌরসভার পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়।

Yaw:144.61687,Pitch:-1.047422626615631,Roll:1.2057928114757601


পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক রংপুর অঞ্চলের উপ-পরিচালক আক্তারুজ্জামান সাবু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হক সুমন, উপ-পরিচালক (ভারপ্রাপ্ত), স্থানীয় সরকার সরদার মোস্তফা শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বুলবুল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম ফেরদৌস এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম আশরাফ,নাগরিক কমিটির সদস্য সচিব এম রাজিউল ফারুক রোমেল চোধুরী প্রমুখ।
নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজন মহান বিজয় দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ