1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. aglovelu99@gmail.com : Ag Lovelu : Ag Lovelu
  3. infocrime24@gmail.com : info crime24 : info crime24
  4. crimereport24@gmail.com : Crime Report : Crime Report
  5. mehedyhasan321m@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  6. musasirajofficial@gmail.com : Musa Asari : Musa Asari
  7. crime7775@gmail.com : Ariful Islam : Ariful Islam
  8. nurealomsah@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন - Crime Report 24
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম
পলাতক এমডির জাল স্বাক্ষর ওপলাতক এমডি জাল সাক্ষর ও ভুয়া নথি: আফাকু কোল্ড স্টোরেজের ৩৮ কোটি টাকার খেলাপি ঋন বর্ণিল আয়োজনে ঠাকুরগাঁওয়ে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন কালিয়াকৈর বিজয় দিবসে শহীদদের প্রতি ৫ নং ওয়ার্ড ছাত্রদলের শাহেদের বিনম্র শ্রদ্ধা ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন সোনারগাঁও উপজেলা প্রবেশ গেইট এর আশে পাশে বাঁশের বেড়া উচ্ছেদের পর শত মানুষ ছবি তোলায় ব্যস্ত রয়েছে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষার্থীদের সমাবেশ, মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শনী ও কুচকাওয়াজ অনুষ্ঠিত আমতলীতে মহান বিজয় দিবস উদযাপিত কালিয়াকৈর মহান বিজয় দিবস পালিত সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS) গাইবান্ধা জেলা কমিটি প্রকাশ – ২০২৫ ইং ভোলাহাটে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় পালিত নোয়াখালীতে বিজয় দিবসে ব্যাংকারদের মিলনমেলা

ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

  • প্রকাশকাল: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

মোঃ আব্দুল কাদের
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও দেশপ্রেমের আবহে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ত্রিশাল উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
১৬ ডিসেম্বর ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ত্রিশাল উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচির সূচনা হয়। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং বিজয়ের চেতনায় একাত্মতা প্রকাশ করেন উপস্থিত সবাই।
এরপর জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে ত্রিশাল কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, ত্রিশাল থানার কর্মকর্তাবৃন্দ, ত্রিশাল পৌরসভার জনপ্রতিনিধিগণ, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ত্রিশাল, বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকসহ স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
দিবসটি উপলক্ষে সরকারি নজরুল একাডেমীর মাঠে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আনসার-ভিডিপি, পুলিশ ও অন্যান্য সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। কুচকাওয়াজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কুচকাওয়াজ শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, “শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, তা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। শহীদদের আদর্শ ও চেতনাকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদ মুক্তিযোদ্ধা এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়।
বিজয় দিবস উপলক্ষে ত্রিশালজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। সরকারি-বেসরকারি ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কপথ জাতীয় পতাকা ও আলোকসজ্জায় সজ্জিত করা হয়। সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মহান বিজয় দিবসের তাৎপর্য আরও গভীরভাবে ফুটে ওঠে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ