গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটায় জমি নিয়ে বিরোধে মারপিটের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের ফলিয়াদিঘর বটতলায় এ ঘটনা ঘটে।
ঘটনাটি নিয়ে সাঘাটা থানায় মো. দুলু মিয়া (৫৬) একটি এজাহার দায়ের করেছেন। এজাহার সূত্রে জানা যায়, ফারুক মিয়া, ফটিক মিয়া সহ মোটে ৬ জন ব্যক্তি দুলু মিয়ার বসতবাড়ির উপর হামলা ও পরিবারের সদস্যদের মারপিট করে। এসময় দুলু মিয়ার শয়ন ঘরে টিনের বেড়া ভেঙ্গেচুড়ে প্রায় লাখ খানেক টাকার ক্ষয়ক্ষতি হয়। পরিবারের সদস্যরা ঘর বাড়ি ভাংচুরে বাধা দিলে ফারুক মিয়ার নেতৃত্বে মারপিটে গুরুতর আহত হয়ে দুলু মিয়ার পরিবারের সদস্য অজি বেগম ও জলি বেগম সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।
এ বিষয়ে স্থানীয়দের সাথে কথা হলে কয়েকজন বলেন, জমি জমা নিয়ে দুলু মিয়া ও ফারুক মিয়ার পরিবারের মাঝে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলাও হয়েছে। কিন্তু সেই জমির দাবি নিয়েই মূলত এ মারপিট ও ভাংচুরের ঘটনা ঘটেছে।
এজাহারকারী দুলু মিয়া ও আহতরা এ প্রতিবেদককে বলেন, বাহিরে থেকে ভাড়াটিয়া লোক এনে ফারুকরা আমার বাড়িঘর ও বাড়ির লোকজনের উপর হামলা চালিয়েছে।
এ বিষয়ে অভিযুক্তদের মাঝে শাহ্ আলমের কাছে মারপিটের বিষয় জানতে চাওয়া হলে তিনি অস্বীকার করে বলেন, ওরা কিভাবে আহত হয়েছে আমি তা জানি না। ওদের বেড়া কে ভাংচুর করেছে তাও আমি জানি না।
বিষয়টি জানিয়ে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, তদন্ত সাপেক্ষে মামলা রুজু করা হবে।
সরেজমিন ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায়, মারপিট ও ভাংচুরের এ ঘটনাকে কেন্দ্র করে ঐ এলাকায় থমথমে বিরাজ করছে।
Leave a Reply