মোঃ শামীম হোসেন, স্টাফ রিপোর্টার
জামালপুরে রেলওয়ে ওভারপাসের ক্ষতিপূরণের অতিরিক্ত টাকা পাইয়ে দেবার প্রলোভনে ৩৬ লাখ টাকা আত্মসাতকারী প্রতারক মনিরুজ্জামান মনিরকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ব্যবসায়ীরা।
আজ দুপুরে শহরের গেটপাড় এলাকায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক এনামুল হক খান মিলন, ব্যবসায়ী সোহাগ হোসেন, জেলা পুস্তক বিক্রেতা মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মনোয়ার ইসলাম কর্নেল।
ব্যবসায়ী সোহাগ হোসেন অভিযোগ করেন— এক বছর আগে শহরের বামুনপাড়ার মৃত হযরত আলী মন্ডলের পুত্র প্রতারক মনিরুজ্জামান মনির ক্ষতিপূরণের অতিরিক্ত টাকা পাইয়ে দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে ৩৬ লাখ টাকা হাতিয়ে নেন। পরে টাকা ফেরত চাইলে মনির নানা টালবাহানা করে। গত ১৬ নভেম্বর মনির ব্যবসায়ী সোহাগের দোকানে গিয়ে স্থানীয় বিএনপির নেতাদের উপস্থিতিতে একমাসের মধ্যে টাকা ফেরতের অঙ্গীকারনামা দেন৷ কিন্তু পরদিনই মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করে প্রতারক মনির । ৩৬ লাখ টাকা ফেরত এবং মনিরুজ্জামান মনিরকে গ্রেপ্তারের দাবি জানান বক্তারা।
Leave a Reply