স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
অনুকূল আবহাওয়া, উর্বর মাটি এবং কৃষি অফিসের সহায়তায় এ বছর সবজির ভালো ফলন আশা করা হচ্ছে।
ফটিকছড়ির হালদা নদীর পাড়ে আগাম শীতের সবজি চাষে কৃষকরা ব্যস্ত সময় পার করছেন।বর্তমানে স্থানীয় বাজারগুলোতে টাটকা সবজি পাওয়া যাচ্ছে। যেমন
হালদা নদীর চরের উর্বর জমিতে ফুলকপি, বাঁধাকপি, আলু, মুলা, বরবটি, বেগুন,হাইব্রিড মরিচ, শিম ও টমেটোর মতো শীতকালীন সবজির ব্যাপক চাষাবাদ হচ্ছে ,যা কৃষকদের জন্য অর্থনৈতিকভাবে লাভজনক।
চাষাবাদ: ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট, ভুজপুর, হারুয়ালছড়ি, সুয়াবিল, সুন্দরপুর, সমিতিরহাট, নাজিরহাট সহ হালদা নদীর বিস্তীর্ণ চরাঞ্চলে শীতকালীন সবজি চাষ হচ্ছে।
ফলন: উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে প্রায় ৬ হাজার ১০ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে এবং ভালো ফলনের আশা করা হচ্ছে।
প্রক্রিয়া: কৃষকরা কুয়াশা ঘেরা ভোরে জমি প্রস্তুত, চারা রোপণ এবং আগাছা পরিষ্কারসহ বিভিন্ন কাজে ব্যস্ত।
সুবিধা: হালদা নদীর পলিমাটি অত্যন্ত উর্বর হওয়ায় এখানে সবজির ভালো ফলন হয়।
বাজার: এখন বাজারে তাজা সবজি সহজলভ্য এবং কৃষকরা ভালো দাম পেয়ে খুশি।
Leave a Reply