পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধি : ১২ নভেম্বর/২৫
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ সরকারের নির্বাহী আদেশে ট্রেনিংয়ে যোগদান করায় বগুড়ায় অবস্থান করছেন। গত মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবার ৩’দিন তিনি সেখানেই অবস্থান করবেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত ট্রেনিং শেষে আগামী শুক্রবার থেকে যথারীতি নিজ দায়িত্ব পালন করবেন। এমতাবস্থায় উপজেলা প্রশাসনের সকল কার্যক্রম স্বাভাবিক ও গতিশীল রাখতে জেলা প্রশাসকের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন দায়িত্ব পালন করছেন।
অন্তর্বর্তীকালীন সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের সকল জেলা-উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌরসভার মেয়রদের কার্যক্রম বাতিল করে প্রশাসক নিয়োগ দিয়েছে। সহকারী কমিশনার মোঃ বেলায়েত হোসেন গত মঙ্গলবার থেকে নিজ কার্যালয়ের দায়িত্ব পালনের পাশাপাশি ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর প্রশাসকের মত অতি গুরুত্বপূর্ণ ৪’টি সরকারি দপ্তর একাই সামলাচ্ছেন। এর আগেও তিনি আগের ইউএনও রোমানা রিয়াজ পাঁচবিবি উপজেলা থেকে বদলি হয়ে নওগাঁর সাপাহার উপজেলায় যোগদান করাকালীনো দীর্ঘ ১’সপ্তাহর অধিক সময় একইভাবে এইসব সরকারি প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব পালন করেছেন। এসব প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে জানা যায় আগের মতই উপজেলাবাসীদের সেবা কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
Leave a Reply