1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. aglovelu99@gmail.com : Ag Lovelu : Ag Lovelu
  3. infocrime24@gmail.com : info crime24 : info crime24
  4. crimereport24@gmail.com : Crime Report : Crime Report
  5. mehedyhasan321m@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  6. musasirajofficial@gmail.com : Musa Asari : Musa Asari
  7. crime7775@gmail.com : Ariful Islam : Ariful Islam
  8. nurealomsah@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
পটিয়ায় এলডিপির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন - Crime Report 24
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় মন্দির ও শ্মশানের অনুদান আত্মসাতের অভিযোগ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাব ১৪ অভিযান চালিয়ে দালাল গ্রেফতার ১৮ দেশের খাদ্য নিরাপত্তায় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের ঐতিহাসিক সাফল্য কালিয়াকৈরে মুদি দোকানে আগুন থানায় অভিযোগ কাজিরহাটে সাংবাদিক হৃদয় ইসলামের ছোট বোন ও ভগ্নিপতিকে হত্যার চেষ্টা নির্ঘুম রাতের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ০১ খাগড়াছড়িতে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের মানববন্ধন সাহিত্য ও সাংস্কৃতিতে অবদানের জন্য নাজমুন নেসা পিয়ারিকে অ্যাওয়ার্ড দিবেন এজেএইচআরএফ ফাষ্ট কাপ ক‍্যাফে উদ্বোধন ১ নভেম্বর, শনিবার মুগদায় অবাধে চলছে মাদকের রমরমা বাণিজ্য-বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং লাকসামে লায়ন্স ক্লাব ইউনাইটেড স্টার্সের বিনামূল্যে চিকিৎসা সেবা: পেলেন হাজারো সুবিধা বঞ্চিত মানুষ

পটিয়ায় এলডিপির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • প্রকাশকাল: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন পটিয়া উপজেলা ও পৌরসভার যৌথ উদ্যোগে দলের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আনন্দঘন উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে শুরু হওয়া এই উদযাপনায় হাজারো নেতাকর্মী-সমর্থকের উপস্থিতি দলটির নেতাকর্মীদের আড়ম্বরপূর্ণ উপস্থিতি প্রমাণ দিয়েছে যেন পটিয়ার রাজনৈতিক মানচিত্রে এলডিপির ছায়া আরও গভীর হয়ে উঠছে।

সভা শেষে বের হয়ে পড়ল সেই অপূর্ব শোভাযাত্রা, যা পটিয়া চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক জুড়ে বয়ে গেল আনন্দের নদীর মতো। লাল-সাদা-নীল পতাকা হাতে, ঢাক-ঢোলের তালে নাচতে নাচতে হাজারো নেতাকর্মী এগিয়ে চললেন বাস স্টেশন এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে।

শোভাযাত্রায় স্থানীয় বাসিন্দারা দাঁড়িয়ে অভিবাদন জানালেন, যেন পুরো পটিয়া এলডিপির এই উদযাপনায় মুখরিত হয়ে উঠেছিল। শোভাযাত্রা শেষ হয়ে চত্বরে পৌঁছাতেই গর্জে উঠল আরও এক সংক্ষিপ্ত আলোচনা সভা, যেখানে দলীয় নেতারা দেশের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে আনন্দঘন পরিবেশে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পটিয়া চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে বাসস্টেশন এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনের চত্বরে গিয়ে শেষ হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম এয়াকুব আলী। তিনি বলেন, আজ আমরা ২০ বছরের পথচলার স্মৃতি তুলে ধরছি, কিন্তু চোখ রয়েছে সামনের যাত্রায়। এলডিপি শুধু একটা দল নয়, এটা বাংলাদেশের যুবসমাজের স্বপ্নের প্রতীক। স্বৈরাচারের ছায়ায় ঢাকা-ঢুকা রাজনীতির বিরুদ্ধে আমরা লিবারেল মূল্যবোধ নিয়ে লড়াই করব স্বাধীনতা, সমতা আর অর্থনৈতিক উন্নয়নের পথে। পটিয়া থেকে শুরু করে চট্টগ্রামের প্রতিটি গ্রামে এই বার্তা পৌঁছে যাবে। জাতীয় নির্বাচনে এলডিপির ভূমিকা হবে গুরুত্বপূর্ণ, কারণ আমরা প্রমাণ করব যে ডেমোক্রেটিক শুধু কথায় নয়, কাজে বাস্তবায়িত হয়।

এয়াকুব আলী আরও বলেন, ২০ বছর আগে যে ছোট্ট বীজ থেকে এলডিপি গাছ হয়েছে, আজ তা ফল দিচ্ছে। কিন্তু চ্যালেঞ্জ এখনও রয়েছে, দুর্নীতির জাল, যুবকদের বেকারত্ব, নারীদের অধিকারের লড়াই। আমরা পটিয়ায় শুরু করে জেলা-জেলায় স্থানীয় নির্বাচনে জয়ের পতাকা বাস্তবায়ন করব। এলডিপির লিবারেল দর্শনই হবে বাংলাদেশের রাজনীতির নতুন দিশা, যেখানে ব্যক্তির স্বাধীনতা আর জাতীয় উন্নয়ন একসাথে এগোবে।

দক্ষিণ জেলা এলডিপির এ নীতিনির্ধারক বলেন, এলডিপি প্রতিষ্ঠার পর থেকে গণমানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। আমরা দেশের রাজনীতিতে বিকল্প শক্তি হিসেবে জনগণের আস্থা অর্জন করেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সাথে এলডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল বলেন, দলের ২০ বছরের এই পথচলা ত্যাগ ও সংগ্রামের ইতিহাস। আমাদের লক্ষ্য জনগণের জন্য স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠা করা। নেতাকর্মীদের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মনছুর আলম, সঞ্চালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক আইয়ুব আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আহমদ নবী চৌধুরী, চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি আইনুল কবির, চট্টগ্রাম মহানগর এলডিপির সাংগঠনিক সম্পাদক নুরুল আজগর চৌধুরী, গনতান্ত্রিক যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী, গনতান্ত্রিক ছাত্রদল চট্টগ্রাম দক্ষিণ জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব আমিনুল হক তানিম।

আরও বক্তব্য রাখেন পৌরসভা এলডিপির সভাপতি গাজী আমির হোসেন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি ডা. রিদোয়ান আজাদ, উপজেলা এলডিপির যুগ্ম সাধারন সম্পাদক নাদের জামান, সহ-সভাপতি কবির সওদাগর, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, প্রচার সম্পাদক আবদুল কাদের, পৌরসভা গনতান্ত্রিক যুবদলের সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক নুরুল আলম, উপজেলা গনতান্ত্রিক ছাত্রদলের আহবায়ক শেখ জায়েদ মানিক, যুগ্ম আহবায়ক মো. সৈকত, সদস্য সচিব মো. সাজ্জাদ, পৌরসভা গনতান্ত্রিক ছাত্রদলের সভাপতি রাকিব চৌধুরী, এলডিপি নেতা সেলিম চৌধুরী, আবদুর রশিদ, জাহেদুল হক, মামুনুর রশীদ, এরশাদ, সেলিম, ডা. জসিম, খোরশেদ, জাহাঙ্গীর আলম, জাকারিয়া, ইমরান, ওসমান প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ