বরিশাল প্রতিনিধি:
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার বিদ্যানন্দপুর গ্রামে সাংবাদিক হৃদয় ইসলামের ছোট বোন ও ভগ্নিপতিকে প্রকাশ্যে হত্যার চেষ্টা করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাশের বাড়ির শিরাজ সিকদার (পিতা কাসেম সিকদার) ও তার ছেলে শামিম সিকদারের নেতৃত্বে একদল দুর্বৃত্ত সাংবাদিক হৃদয় ইসলামের ছোট বোন ও তার স্বামীর উপর আকস্মিক হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর বেধড়ক মারধর করে এবং হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন অংশে আঘাত করে।
চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সাংবাদিকের ভগ্নিপতিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো প্রস্তুতি চলছে।
ঘটনার পর কাজিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করবো ।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান, শিরাজ ও তার ছেলে শামিম এলাকার চিহ্নিত দুষ্কৃতকারী, যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। প্রকাশ্যে হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে।
কোতোয়ালী থানা প্রেসক্লাবের সভাপতি মো.রাসেল কবির বলেন,
একজন সাংবাদিকের পরিবারের উপর এ ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতার উপরও হুমকি। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচার দাবি করছি।
Leave a Reply