1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. aglovelu99@gmail.com : Ag Lovelu : Ag Lovelu
  3. infocrime24@gmail.com : info crime24 : info crime24
  4. crimereport24@gmail.com : Crime Report : Crime Report
  5. mehedyhasan321m@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  6. musasirajofficial@gmail.com : Musa Asari : Musa Asari
  7. crime7775@gmail.com : Ariful Islam : Ariful Islam
  8. nurealomsah@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
দেশের খাদ্য নিরাপত্তায় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের ঐতিহাসিক সাফল্য - Crime Report 24
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় মন্দির ও শ্মশানের অনুদান আত্মসাতের অভিযোগ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাব ১৪ অভিযান চালিয়ে দালাল গ্রেফতার ১৮ দেশের খাদ্য নিরাপত্তায় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের ঐতিহাসিক সাফল্য কালিয়াকৈরে মুদি দোকানে আগুন থানায় অভিযোগ কাজিরহাটে সাংবাদিক হৃদয় ইসলামের ছোট বোন ও ভগ্নিপতিকে হত্যার চেষ্টা নির্ঘুম রাতের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ০১ খাগড়াছড়িতে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের মানববন্ধন সাহিত্য ও সাংস্কৃতিতে অবদানের জন্য নাজমুন নেসা পিয়ারিকে অ্যাওয়ার্ড দিবেন এজেএইচআরএফ ফাষ্ট কাপ ক‍্যাফে উদ্বোধন ১ নভেম্বর, শনিবার মুগদায় অবাধে চলছে মাদকের রমরমা বাণিজ্য-বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং লাকসামে লায়ন্স ক্লাব ইউনাইটেড স্টার্সের বিনামূল্যে চিকিৎসা সেবা: পেলেন হাজারো সুবিধা বঞ্চিত মানুষ

দেশের খাদ্য নিরাপত্তায় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের ঐতিহাসিক সাফল্য

  • প্রকাশকাল: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

মহাপরিচালক আবুল হাসনাত হুমায়ূন কবিরের নেতৃত্বে খাদ্য অধিদপ্তরের দৃষ্টান্তমূলক অর্জন

মোঃ রাসেল কবির:

বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, দরিদ্র জনগোষ্ঠীর সহায়তা বৃদ্ধি ও বাজারদর নিয়ন্ত্রণে খাদ্য অধিদপ্তর সাম্প্রতিক সময়ে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। মহাপরিচালক মোঃ আবুল হাসনাত হুমায়ূন কবির–এর সৎ, দক্ষ ও দূরদর্শী নেতৃত্বে প্রতিষ্ঠানটি আজ একটি আধুনিক, স্বচ্ছ ও সেবামুখী দপ্তরে পরিণত হয়েছে।

উপজেলা পর্যায়ে ৭৬৬টি দোকানের মাধ্যমে প্রতিদিন ১,০০০ কেজি করে আটা বিক্রয়ের উদ্যোগ বাজারদর নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর ফলে সাধারণ মানুষ সাশ্রয়ী দামে খাদ্যপণ্য পাচ্ছে এবং বাজারে কৃত্রিম মূল্যবৃদ্ধি প্রতিরোধ সম্ভব হয়েছে।

দরিদ্র জনগোষ্ঠীর খাদ্যনিরাপত্তা জোরদারে “খাদ্যবান্ধব কর্মসূচি” এখন আরও সম্প্রসারিত ও ডিজিটাল। পূর্বে ৫ মাসের পরিবর্তে এখন ৬ মাস (আগস্ট–নভেম্বর ও মার্চ–এপ্রিল) চাল বিতরণ করা হচ্ছে। উপকারভোগীর সংখ্যা ৫৩ লাখে উন্নীত করা হয়েছে এবং আরও ২ লাখ নতুন সুবিধাভোগী যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। উপকারভোগীদের এখন এসএমএসের মাধ্যমে চাল উত্তোলনের তথ্য জানানো হয়, যা স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করেছে।

২০২৫ সালের বোরো মৌসুমে খাদ্য অধিদপ্তর অভ্যন্তরীণ সংগ্রহে রেকর্ড সাফল্য দেখিয়েছে। ধান সংগ্রহ ৩,৭৬,৯৪২ মেট্রিক টন, সিদ্ধ চাল ১৪,০৬,৬০৪ মেট্রিক টন ও আতপ চাল ৫১,৩০৭ মেট্রিক টন—সব ক্ষেত্রেই ১০০% লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।

এছাড়া ২০২৪–২৫ অর্থবছরে ৮.৫০ লাখ মেট্রিক টন চাল এবং ২৫ লাখ মেট্রিক টন গম আমদানি সম্পন্ন হয়েছে। আরও ৪.৪ লাখ মেট্রিক টন গম আমদানির কাজ চলছে। পরবর্তী অর্থবছরের জন্য ২ লাখ মেট্রিক টন চাল আমদানির পরিকল্পনাও প্রক্রিয়াধীন রয়েছে।

খাদ্য অধিদপ্তরের Foodgrain License Digitalization Software (FSMMS) অনলাইনে লাইসেন্স নবায়ন ও আবেদন গ্রহণের মাধ্যমে অতীতের অনিয়ম ও জটিলতা দূর করেছে।

মহাপরিচালক আবুল হাসনাত হুমায়ূন কবিরের সততা, দায়িত্ববোধ ও দূরদর্শী চিন্তাভাবনা দেশের খাদ্য ব্যবস্থাপনায় এনেছে স্থিতিশীলতা ও আস্থা। কিছু অপপ্রচার সত্ত্বেও তিনি জনগণের খাদ্য অধিকার সুরক্ষায় অবিচল রয়েছেন।

সততা, দক্ষতা ও নেতৃত্বের সমন্বয়ে তিনি প্রমাণ করেছেন—একজন সৎ সরকারি কর্মকর্তার হাতে একটি দপ্তরও জাতীয় উন্নয়নের অগ্রভাগে পৌঁছাতে পারে। তার নেতৃত্বে বাংলাদেশ এখন খাদ্য নিরাপত্তায় এক নতুন দিগন্তের পথে এগিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ