1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. aglovelu99@gmail.com : Ag Lovelu : Ag Lovelu
  3. infocrime24@gmail.com : info crime24 : info crime24
  4. crimereport24@gmail.com : Crime Report : Crime Report
  5. mehedyhasan321m@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  6. musasirajofficial@gmail.com : Musa Asari : Musa Asari
  7. crime7775@gmail.com : Ariful Islam : Ariful Islam
  8. nurealomsah@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
র‍্যাব-১১, সিপিসি ৩, নোয়াখালী এর অভিযানে চরজব্বর হতে বিদেশী পিস্তল,গুলি ও ম্যাগাজিন সহ অস্ত্রধারী সন্ত্রাসী চাঁন মিয়া প্রঃ চান্দা ডাকাত (৩৮)কে গ্রেফতার" - Crime Report 24
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় মন্দির ও শ্মশানের অনুদান আত্মসাতের অভিযোগ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাব ১৪ অভিযান চালিয়ে দালাল গ্রেফতার ১৮ দেশের খাদ্য নিরাপত্তায় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের ঐতিহাসিক সাফল্য কালিয়াকৈরে মুদি দোকানে আগুন থানায় অভিযোগ কাজিরহাটে সাংবাদিক হৃদয় ইসলামের ছোট বোন ও ভগ্নিপতিকে হত্যার চেষ্টা নির্ঘুম রাতের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ০১ খাগড়াছড়িতে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের মানববন্ধন সাহিত্য ও সাংস্কৃতিতে অবদানের জন্য নাজমুন নেসা পিয়ারিকে অ্যাওয়ার্ড দিবেন এজেএইচআরএফ ফাষ্ট কাপ ক‍্যাফে উদ্বোধন ১ নভেম্বর, শনিবার মুগদায় অবাধে চলছে মাদকের রমরমা বাণিজ্য-বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং লাকসামে লায়ন্স ক্লাব ইউনাইটেড স্টার্সের বিনামূল্যে চিকিৎসা সেবা: পেলেন হাজারো সুবিধা বঞ্চিত মানুষ

র‍্যাব-১১, সিপিসি ৩, নোয়াখালী এর অভিযানে চরজব্বর হতে বিদেশী পিস্তল,গুলি ও ম্যাগাজিন সহ অস্ত্রধারী সন্ত্রাসী চাঁন মিয়া প্রঃ চান্দা ডাকাত (৩৮)কে গ্রেফতার”

  • প্রকাশকাল: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি তাওলাদ হোসাইন

১। র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‍্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। জঙ্গি, মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী, সাজাপ্রাপ্ত আসামী, ধর্ষণকারী ও বিভিন্ন অপরাধীকে গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-১১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

২। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এর আভিযানিক দল নোয়াখালী জেলার চরজব্বর থানাধীন চর ওয়াপদা ইউপির ০৩নং ওয়ার্ডস্থ আল আমিন বাজার থেকে দক্ষিণ দিকে হোসনেয়ারা বাড়ি গামী চর ওয়াপদা সাকিনে অভিযান পরিচালনা করে ০১ (এক) জন অস্ত্রধারী সন্ত্রাসী চাঁন মিয়া প্রঃ চান্দা ডাকাত (৩৮), পিতা-আব্দুল বাতেন, মাতা-নুর জাহান বেগম, সাং-চর আলাউদ্দিন (মোজাম সর্দারের বাড়ি), ০৪ নং ওয়ার্ড, থানা-চরজব্বর, জেলা-নোয়াখালীকে গ্রেফতার করতঃ তার হেফাজত হতে ০১ (এক) টি ৭.৬৫ এমএম বিদেশী পিস্তল, ০১ (এক) টি খালি ম্যাগাজিন, ০১ (এক) টি গুলি এবং ০১ (এক) টি মোটরসাইকেল ২৭ অক্টোবর ২০২৫ইং তারিখ অনুমান ১৮.৪৫ ঘটিকায় উদ্ধার করতে সক্ষম হয়।

৩। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী চাঁন মিয়া প্রঃ চান্দা ডাকাত (৩৮), পিতা-আব্দুল বাতেন, মাতা-নুর জাহান বেগম, সাং-চর আলাউদ্দিন (মোজাম সর্দারের বাড়ি), ০৪ নং ওয়ার্ড, থানা-চরজব্বর, জেলা-নোয়াখালী এর বাসিন্দা। গ্রেফতারকৃত আসামী অস্ত্রের মহড়া দেখিয়ে নিরীহ এলাকাবাসীকে ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করতঃ জুলুম, নির্যাতন ও চাঁদাবাজী করে আসছে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, ধৃত আসামী উদ্ধারকৃত অস্ত্র ও গুলি ব্যবহার করে বিভিন্ন দাঙ্গা-হাঙ্গামা সহ ধর্তব্য অপরাধ সংঘটনের জন্য তার হেফাজতে রেখেছে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এর চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ইং-২৭/১০/২০২৫ তারিখ অনুমান ১৮.৪৫ ঘটিকার সময় নোয়াখালী জেলার চরজব্বর থানাধীন ০৪নং চর ওয়াপদা ইউপির ০৩নং ওয়ার্ডস্থ আল আমিন বাজার থেকে দক্ষিণ দিকে হোসনেয়ারা বাড়ি গামী চর ওয়াপদা সাকিনস্থ কাঁচা রাস্তার পেটকাটা খাল সংলগ্ন তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে অস্ত্রধারী সন্ত্রাসী চাঁন মিয়া প্রঃ চান্দা ডাকাত (৩৮)কে গ্রেফতার করে এবং তার হেফাজত হতে বের করে দেওয়া মতে (ক) একটি ৭.৬৫ এমএম বিদেশী পিস্তল যার বডিতে ইংরেজীতে খোদাইকৃত MADE IN USA লেখা, (খ) ০১ (এক)টি ম্যাগজিন যার ভিতরে ০১ (এক) রাউন্ড গুলি এবং (গ) ০১ (এক) টি কালো নীল রংয়ের YAMAHA Brand এর ১৫০ সিসি Fazer মোটরসাইকেল যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ল ৪৪-১৩৬৭ পেয়ে উদ্ধার করতে সক্ষম হয়। এছাড়াও বর্ণিত আসামীর বিরুদ্ধে নোয়াখালী জেলার চরজব্বর ও হাতিয়া থানায় হত্যার চেষ্টাসহ অন্যান্য মামলা রয়েছে। দেশব্যাপী থানা হতে লুট হওয়া অস্ত্র-গোলাবারুদ ও অবৈধ অস্ত্র উদ্ধারে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এর ধারাবাহিক অভিযানের অংশ হিসাবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এর অভিযান অব্যাহত থাকবে। ধৃত আসামী ও উদ্ধারকৃত অস্ত্র-গুলির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ