স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
বাংলাদেশ ন্যাশনাল এষ্ট্রোলজার্স সোসাইটি (বিএনএএস) চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে মতবিনিময় ও শোক সভা ২৬ অক্টোবর ২০২৫ রবিবার কদম মোবারক বাংলাদেশ ন্যাশনাল এষ্ট্রোলজার্স সোসাইটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে বাংলাদেশ ন্যাশনাল এষ্ট্রোলজার্স সোসাইটি (বিএনএএস) চট্টগ্রাম বিভাগীয় শাখার প্রতিষ্ঠাকালীন হিতৈষী বিশিষ্ট পণ্ডিত প্রবর উত্তর জেলার উজ্জ্বল নক্ষত্র প্রয়াত পণ্ডিত পান্নালাল শাস্ত্রী মহোদয়ের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।
সভায় ৬ মাসের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বরিশাল বিভাগীয় শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে বেশ কিছু স্মারক সম্মাননা বিভিন্ন পণ্ডিতদের মধ্যে বিতরণ করা হয়। আগমী সভা ২ মাস পর অনুষ্ঠিত হবে।
এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, সাধারণ সম্পাদক লায়ন সলিল আচার্য্য, স্বপন কুমার চক্রবর্তী, লায়ন বিপুল সরকার, লায়ন কার্তিক কুমার আচার্য্য, লায়ন অপু চক্রবর্তী, দিবাকর আচার্য্য, শিবু শর্মা, পলাশ কান্তি দাশ, চিন্ময় সিংহ, পিপলু আচার্য্য, প্রবীর আচার্য্য, মিটু আচার্য্য, কুশ মিশ্র, লায়ন রাজু আচার্য্য, শয়ন আচার্য্য, রাজীব আচার্য্য, সজীব আচার্য্য, সৈকত আচার্য্য (রাসেল), সাগর আচার্য্য, জয় আচার্য্য, সমীরণ আচার্য্য, পায়েল, বিপুল সরদার বিপ্লব।
Leave a Reply