1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. aglovelu99@gmail.com : Ag Lovelu : Ag Lovelu
  3. infocrime24@gmail.com : info crime24 : info crime24
  4. crimereport24@gmail.com : Crime Report : Crime Report
  5. mehedyhasan321m@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  6. musasirajofficial@gmail.com : Musa Asari : Musa Asari
  7. crime7775@gmail.com : Ariful Islam : Ariful Islam
  8. nurealomsah@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
গোপনে অভিভাবক প্রতিনিধি নির্বাচনের প্রতিবাদে কাদরা হামেদিয়া মাদ্রাসায় অভিভাবক-শিক্ষার্থীদের স্মারকলিপি জমা - Crime Report 24
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম
নির্ঘুম রাতের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ০১ খাগড়াছড়িতে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের মানববন্ধন সাহিত্য ও সাংস্কৃতিতে অবদানের জন্য নাজমুন নেসা পিয়ারিকে অ্যাওয়ার্ড দিবেন এজেএইচআরএফ ফাষ্ট কাপ ক‍্যাফে উদ্বোধন ১ নভেম্বর, শনিবার মুগদায় অবাধে চলছে মাদকের রমরমা বাণিজ্য-বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং লাকসামে লায়ন্স ক্লাব ইউনাইটেড স্টার্সের বিনামূল্যে চিকিৎসা সেবা: পেলেন হাজারো সুবিধা বঞ্চিত মানুষ পটিয়ায় এলডিপির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ব্যারিস্টার মনোয়ার হোসেন সম্মাননা পেলেন চট্টগ্রাম উৎসবে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল সুবর্ণজয়ন্তী রোভার মুটে অনিয়মের অভিযোগ- ফেরত দিতে হচ্ছে ২৬ হাজার টাকারও বেশি! র‍্যাব-১১, সিপিসি ৩, নোয়াখালী এর অভিযানে চরজব্বর হতে বিদেশী পিস্তল,গুলি ও ম্যাগাজিন সহ অস্ত্রধারী সন্ত্রাসী চাঁন মিয়া প্রঃ চান্দা ডাকাত (৩৮)কে গ্রেফতার”

গোপনে অভিভাবক প্রতিনিধি নির্বাচনের প্রতিবাদে কাদরা হামেদিয়া মাদ্রাসায় অভিভাবক-শিক্ষার্থীদের স্মারকলিপি জমা

  • প্রকাশকাল: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

কাদরা হামেদিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক প্রতিনিধি গোপনে ভোটের প্রতিবাদে অভিভাবক ও শিক্ষার্থীদের গণস্বাক্ষরসহ স্মারকলিপি পেশ।

সোমবার ( ২৭ অক্টোবর ) নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা হামেদিয়া দাখিল মাদ্রাসায় গোপনে অভিভাবক প্রতিনিধি নির্বাচন আয়োজনের অভিযোগে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় জনগণ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরীন আক্তারের নিকট স্মারকলিপি প্রদান করেছেন।

গণস্বাক্ষরসহ জমা দেওয়া স্মারকলিপিতে নির্বাচনের পূনঃতফসিল ঘোষণার দাবি জানানো হয়।

প্রকাশ, দীর্ঘ ১০১ বছর পর সেনবাগ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শিক্ষানুরাগী এম.এ. আউয়াল এর নেতৃত্বে প্রকাশ্যে ২০২২-২০২৩ সালে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক এম এ আউয়াল ৯ ভোটের মধ্যে সর্বাধিক ৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়ে, সাংবাদিক এম.এ. আউয়াল এর নেতৃত্বে ভংকুর ও জরাজীর্ণ এ প্রতিষ্ঠানে প্রায় ৩কোটি টাকার উন্নয়ন কাজ ( ২য়, ৩য় তলা, ৩য় তলার শৌচাগার, বাউন্ডারি মেরামত সহ ) করেন। এরপর মাদ্রাসার সাবেক সুপার ইমাম উদ্দিন ও সেনবাগ ফাজিল মাদ্রাসা সাবেক অধ্যক্ষ আমিরুজ্জামান যোগসাজশে গোপনে এডহক কমিটির অনুমোদন নিয়ে আসে। প্রতিষ্ঠানটির পূর্বের ধারাবাহিকতায় সেনবাগ ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আমিরুজ্জামান, কাদরা হামিদিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার ইমাম উদ্দিন, তাঁরই ভাই শিক্ষক নিজাম উদ্দিন, ভারপ্রাপ্ত সুপার অলি উল্লাহ ও অফিস সহকারী আবদুল ওয়াদুদের নেতৃত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ঘোষিত তফসিল শ্রেণী কক্ষে, নোটিস বোর্ড ও অভিভাবক সহ কাউকে না জানিয়ে, গোপনে তাদের পছন্দের ৪জনকে দিয়ে অভিভাবক প্রতিনিধি ও দাতা সদস্য নির্বাচন সম্পন্ন করে। এতে অভিভাবক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বিক্ষুদ্ধ হয়ে ঘোষিত তফসিল বাতিল করে, নতুন তফসিল ঘোষণার দাবীতে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি দাখিল করে।

এ সময় উপস্থিত ছিলেন, সেনবাগ পৌর বিএনপির সদস্য সচিব মোঃ শহীদ উল্যা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কাদরা বালিকা দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ফারুক বাবুল, ৪নং কাদরা ওয়ার্ড বিএনপির সভাপতি আবু বকর ছিদ্দিক, বাতাকান্দি স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক ও কাদরা ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বকুল আলম মুন্না, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার উল্যা আজাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এয়াছিন আলী বাবর, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম টিপু, সাবেক অভিভাবক সদস্য মোঃ নুর নবী দুলু ও মোঃ নিজাম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ভূঞা, স্বেচ্ছাসেবক দল নেতা তোফায়েল আহমেদ ভূঞা, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক আজিম, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম হৃদয়, সেক্রেটারী মোহাম্মদ উল্যা, কাদরা হামেদিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি ও সাংবাদিক এম এ আউয়াল প্রমুখ।

অভিভাবক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের উপস্থিতিতে স্মারকলিপি প্রদানকালে বক্তারা বলেন, “গোপনে নির্বাচন আয়োজন করে স্বচ্ছতা ও গণতন্ত্রের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমরা চাই, প্রশাসনের হস্তক্ষেপে নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করা হোক।”

এ সময় ইউএনও শিরীন আক্তার বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ