মকবুল হোসেন, স্টাফ রিপোটার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ এঁর সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি নেতৃত্বে আজ ২৭ অক্টোবর সোমবার ময়মনসিংহের নান্দাইল মডেল থানাধীন মুশুলী বাজারস্থ ”মশুলী ডিগ্রী কলেজ” এর সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে (১) মোঃ জাহিদ হাসান রাসেল (৩৫), পিতাঃ মোঃ রহুল আমিন , মাতাঃ মোছাঃ সাফিয়া আক্তার, (২) মোঃ সোহেল মিয়া (৩৪), পিতাঃ মৃত মোফাজ্জল হোসেন, মাতা- মোছাঃ নুরেদা খাতুন , উভয়ের সাং- চিরাম (পোদ্দার বাড়ি), ওয়ার্ড নং- ০৬, ইউপি- ০৫ নং চিরাম, থানা- বারহাট্টা, জেলা- নেত্রকোনাকে ৯,৭৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০১টি পিকআপসহ গ্রেফতার করা হয়। অতঃপর উপ পরিদর্শক আজগর আলী বাদী হয়ে বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
Leave a Reply