মোঃ শামীম হোসেন, স্টাফ রিপোর্টার
শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে জামালপুরে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস, গণযোগাযোগ অধিদপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুসের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম। এসময় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. আজিজুল হক, সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, জেলা তথ্য অফিসের সিনিয়র অফিসার মুহাম্মদ জালাল উদ্দিন বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, টাইফয়েড একটি মারাত্মক সংক্রামক রোগ। নিয়মিত টিকা গ্রহণের মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। তাই জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সবাইকে টিকা গ্রহণে এগিয়ে আসতে হবে। এবার জেলায় মোট ৬ লাখ ৩৫ হাজার ৩২২ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
Leave a Reply