খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় জারি করা ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারা আট দিন পর প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। শনিবার (৪ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ.বি.এম. ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে জনগণের জান-মালের নিরাপত্তা ঝুঁকিতে পড়ায় গত ২৭ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছিল।
তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরামর্শক্রমে ১৪৪ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রবিবার (৫ অক্টোবর) ভোর ৬টা থেকে ১৪৪ ধারা প্রত্যাহারের আদেশ কার্যকর হবে।
আদেশে উল্লেখ করা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন সম্পূর্ণ স্বাভাবিক এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
Leave a Reply