বিএম মিলন,বিশেষ প্রতিনিধিঃ
যশোরের কুয়াদায় সাতক্ষীরা ঘোষ ডেয়ারিতে তৈরী হচ্ছে নিন্মমানের খাবার। যা দেখার কেউ নেই।
জানাযায়,যশোরের কুয়াদা বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন মেইন সড়কের পাশে আলোচিত সাতক্ষীরা ঘোষ ডেয়ারি অবস্থিত।
এই প্রতিষ্ঠানের প্রোপাইটর গোবিন্দ ঘোষ ও পরিচালনায় সুজিত ঘোষ রয়েছেন। স্থানীদের অভিযোগ, গোবিন্দ ঘোষ ও সুজিত ঘোষ দীর্ঘদিন ধরে তাদের হোটেলের ভেতরে অসাস্থ্যকর পরিবেশে নিন্মমানের খাবার তৈরী করে বিক্রি করছেন। তারা যেসব খাবার তৈরী করছেন তা হলো,চমচম,রসগোল্লা,ছানাজিলাপি,প্যাড়ামিষ্টি,দধি,রসমালাই,সন্দেশসহ নানাধরনের খাবার। স্থানীরা আরও জানান, সাতক্ষীরা ঘোষ ডেয়ারিতে যখন অপরিচিত মানুষ বিভিন্ন প্রকার মিষ্টান্ন কিনতে আসে তখন তাদের কাছে কৌশলে বাসি খাবার বিক্রি করে।
পরে তারা আবার সেই খাবার ফেরত আনলে বুঝতে পারিনি বলে ক্ষমা চেয়ে একাধিবার রক্ষা পাওয়ার বিস্তর অভিযোগ উঠেছে।
প্রশ্ন উঠেছে এই ধুরন্ধর ব্যক্তিদের খুঁটির জোর কোথায়? শুধু তাই নয়, তাদের বিরুদ্ধে দধি রাখা মাটিরপাতিল ওজনে বাদ না দিয়ে একই ওজনে মাটিরপাতিলসহ দধি বিক্রি করার চিত্র শনিবার সকাল ১০ টার দিকে স্বরজমিনে গিয়ে দেখা যায়।
এ ছাড়াও তাদের বিরুদ্ধে খাবার চড়া দামে বিক্রি করাসহ নানাধরনের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে ভুক্তভোগীসহ এলাকার সচেতনমহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply