আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি শহর ও স্বনির্ভর বাজার এলাকায় ২৭ সেপ্টেম্বর পাহাড়ি ও বাঙালি ছাত্র জনতার মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং দোকান ভাঙচুরের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টায় স্বনির্ভর বাজারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আব্দুল মোত্তাকিম, এসপিপি, পিবিজিএম, পিএসসি, জি।
তিনি জানান, ঘটনার প্রথম দিনেই (২৭ সেপ্টেম্বর) বিজিবির ৭টি প্লাটুন স্বনির্ভর বাজার ও চেঙ্গি স্কয়ার এলাকায় মোতায়েন করা হয় এবং শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে খাগড়াছড়ি শহর ও আশপাশের এলাকায় বিজিবির ৯টি প্লাটুন দিন-রাত সার্বক্ষণিক টহল দিচ্ছে। এছাড়াও জরুরি পরিস্থিতি মোকাবেলায় আরও ২টি প্লাটুন স্ট্যান্ডবাই রাখা হয়েছে।
করনেল মোত্তাকিম বলেন, “যতিপয় দুষ্কৃতিকারী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল, আমরা ধৈর্যের সাথে শান্তিপূর্ণভাবে তা নিয়ন্ত্রণে এনেছি। কোন হতাহতের ঘটনা ঘটেনি। এখন স্বনির্ভর বাজার ও চেঙ্গি এলাকা আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।”
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ অন্যান্য বাহিনীর সাথে নিবিড় সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিজিবি সেক্টর কমান্ডার সবাইকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, “পাহাড়ি-বাঙালি আলাদা কোন জাতি নয়, আমাদের প্রথম পরিচয় আমরা সবাই বাংলাদেশি। আপনারা ধৈর্যশীল ও সহনশীল হোন। দাবি-দাওয়া থাকলে আলোচনার মাধ্যমেই শান্তিপূর্ণ সমাধান করা হবে।”
তিনি আশ্বস্ত করেন, “পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবি খাগড়াছড়ির সাধারণ জনগণের পাশে থেকে দায়িত্ব পালন করবে এবং সর্বোচ্চ শক্তি দিয়ে যেকোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবে।”
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন , খাগড়াছড়ি ব্যাটালিয়নের (৩২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল কামরান কবির উদ্দিন, খাগড়াছড়ি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার (৩২ বিজিবি) সহকারী পরিচালক মোঃ হাসানুজ্জামান এবং খাগড়াছড়ি সেক্টর সদর দপ্তরের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোঃ ইউনুস আলী।
Leave a Reply