বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনে কলাপাড়ায় আনন্দ মিছিল
মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তার দুই পুত্রবধূর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কলাপাড়া বিএনপির আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার(০৭ মে) বিকাল ৫টায় এ উপলক্ষে কলাপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতিতে বিএনপির দলীয় কার্যালয় থেকে ১টি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি কলাপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে নুতন বাজারস্থ বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। কলাপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দীন’র সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, সাংগঠনিক সম্পাদক তারেক আমান সুমন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম সিকদার, উপজেলা যুবদলের আহবায়ক হারুনর রশীদ, যুগ্ম আহবায়ক জুয়েল সিকদার,কবিরুল ইসলাম মৃধা, মামুন সিকদার, নাসির উদ্দীন রতন, বাদল মাতুব্বর, শেখ জসিম, মোস্তফিজুর রহমান, নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবুল হোসেন, চাকামইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন মানিক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি আল এমরান হারুন, সাধারণ সম্পাদক খন্দকার মাইনুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, উপজেলা শ্রমিক দলের সভাপতি গাজী মো.হারুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন বাদল মৃধা, সদস্য সচিব ঢালী মো.রুহুল আমিন অভি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল,সদস্য সচিব রুহুল আমিন গাজী, পৌর শ্রমিক দলের সভাপতি মিন্টু মোল্লা, সাধারণ সম্পাদক সোয়েবুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার, সদস্য সচিব নাজমুল ইসলাম ফাহিম সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার বলেন, সাবেক বার বার নির্বাচিত সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যোগ্য নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করবে। তিনি আরও বলেন,ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ১১৪ পটুয়াখালী-৪ আসনে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনকে এমপি নির্বাচিত করতে বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
Leave a Reply