ধামরাইয়ে সমলয়ের প্রদর্শনীর শস্য কর্তন উদ্বোধন
মোঃ বুলবুল খান পলাশ স্টাফ রিপোর্টারঃ
ঢাকার ধামরাই উপজেলায় ৫০ একর জমিতে কম্বাইন হারভেস্টারের দ্বারা সমলয়ের প্রদর্শনীর শস্য কর্তন উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৬ মে) বেলা ১২টার দিকে এই সমলয়ের প্রদর্শনীর শস্য কর্তন উদ্বোধন অনুষ্ঠিত হয়। সমলয় পদ্ধতিতে চাষাবাদ করে পূর্বের তুলনায় বেশি ফসল পাওয়ায় খুশিতে অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা ও কৃষকদের মাঝে মিষ্টি বিতরণ করেছেন উপজেলার সানোড়া ইউনিয়নের মহিশাষী গ্রামের এক কৃষক সানোয়ার হোসেন। এসময় কৃষক সানোয়ার হোসেন বলেন, প্রথমে আমি ভয় পেয়েছিলাম যে এই পদ্ধতিতে আমাদের ফলন ভালো হয় কি না কিন্তু ফলনের পরিমান অন্যান্য বছরের চেয়ে প্রায় ৩০ ভাগ বেশি পেয়েছি। সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারে সেচের সংখ্যা কম লেগেছে। কৃষি বিভাগের সার্বিক তদারকি, পরিমিত সার ও কীটনাশক ব্যবহারে রোগ ও পোকার আক্রমণ কম হয়েছে।
সমলয় চাষাবাদের শস্য কর্তনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ ড. সাফায়েত আহমেদ সিদ্দিকী। তিনি বলেন, শ্রমিকের বদলে মেশিনের ব্যবহারে উৎপাদন ব্যয় কমিয়ে আনাই আমাদের লক্ষ্য। সমলয় পদ্ধতিতে ধান আবাদ করলে হেক্টর প্রতি ২৫ থেকে ৩০ হাজার টাকা উৎপাদন ব্যায় কমানো সম্ভব। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ আরিফুল হাসান, উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ রিজওনালু বারি, সানোড়া ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইয়ুব আলী প্রমুখ।
মোঃ বুলবুল খান পলাশ
ধামরাই, ঢাকা
01682354722
Leave a Reply