1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. aglovelu99@gmail.com : Ag Lovelu : Ag Lovelu
  3. infocrime24@gmail.com : info crime24 : info crime24
  4. crimereport24@gmail.com : Crime Report : Crime Report
  5. musasirajofficial@gmail.com : Musa Asari : Musa Asari
  6. crime7775@gmail.com : Ariful Islam : Ariful Islam
  7. nurealomsah@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
মধুপুরে পিপলস পোল্ট্রি এন্ড হ্যাচারিতে হামলা ভাংচুর ও গাড়িতে আগুন - Crime Report 24
রবিবার, ০৪ মে ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
মধুপুরে পিপলস পোল্ট্রি এন্ড হ্যাচারিতে হামলা ভাংচুর ও গাড়িতে আগুন পুলিশ সপ্তাহ- ২০২৫।এবারের পুলিশ সপ্তাহের মূল প্রতিপাদ্য- ‘আমার পুলিশ আমার দেশ বৈষম্যহীন,বাংলাদেশ বাংলাদেশের একটুকরো কাশ্মীর” পাঁচগাও, পটিয়ায় সড়ক দুর্ঘটনায় ডেকোরেশন মালিক সমিতির প্রচার সম্পাদক নিহত নেত্রকোনার জমিয়ত নেতারা হেফাজতের সমাবেশে…. কৃত্রিম বুদ্ধিমত্তা: সভ্যতার উন্নতি ও বিপদের দ্বৈত পথ- মো: আবু মুসা আসারি বগুড়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ বিভাগীয় কমিটির উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মীরসরাইয়ে যুবদলের প্রস্তুতি সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত আমতলী পৌরসভার ৪২টি উন্নয়ন কাজের উদ্বোধন

মধুপুরে পিপলস পোল্ট্রি এন্ড হ্যাচারিতে হামলা ভাংচুর ও গাড়িতে আগুন

  • প্রকাশকাল: রবিবার, ৪ মে, ২০২৫

মধুপুরে পিপলস পোল্ট্রি এন্ড হ্যাচারিতে হামলা ভাংচুর ও গাড়িতে আগুন

মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন মহিষমারা ইউনিয়নের আশ্রা এলাকায় পিপলস পোল্ট্রি এন্ড হ্যাচারিতে রাতের আঁধারে দুর্বৃত্তদের হামলা, ভাংচুর ও কোম্পানির দুইটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
গত মঙ্গলবার ২৯শে এপ্রিল রাত ১১টার দিকে মাইকে ঘোষণা দিয়ে একদল উশৃংখল জনতা কোম্পানির মেইন গেইট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অতর্কিত হামলা ও ভাংচুর চালায় বলে জানান কোম্পানির জেনারেল ম্যানেজার হারুন আর রশিদ।
ইতিপূর্বেও তারা কোম্পানিতে ঢুকে ভাংচুর করে এবং সেডে প্রবেশ করে প্রায় সাড়ে ৭ লাখ মুরগির পানির লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পানি না পেয়ে সমস্ত মুরগী অসুস্থ হয়ে পড়ে লাফালাফি করতে থাকে। পরের দিন সকালে পানির ব্যবস্থা হলেও মুরগির ডিমের প্রোডাকশন বন্ধ হয়ে যায়। এতে করে কোম্পানির কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানা যায়।
হারুন আর রশিদ আরও জানান, এ এলাকার এবং এলাকার বাহিরের  কিছু স্বার্থন্বেষী লোকজন মানুষের কাছে মিথ্যা অপপ্রচার চালিয়ে কোম্পানির সুনাম নষ্ট করার জন্য একটি গ্রুপিং তৈরি করেছেম। এরা প্রতিনিয়ত কোম্পানির কাজে নিয়োজিত কর্মীদের নানা ধরনের হুমকি প্রর্দশন করে আসছে।
তিনি আরও জানান, আমাদের এ কোম্পানি এলাকা তথা সারা বাংলাদেশে কৃষি খামারে ব্যবহারের জন্য জৈব সার তৈরির কাজ হাতে নিয়েছে। এই জৈব সার ব্যবহারে কৃষি খামারের উৎপাদন আরও দ্বিগুন বৃদ্ধি পাবে।
এ লক্ষ্যেই কোম্পানির অদুরে বসতবাড়ি বিহীন এলাকায় পরিবেশ বান্ধব প্রক্রিয়ায় জৈব সার তৈরির কারখানা নির্মানের কাজ শুরু করা হয়েছে। কিন্তু কতিপয় কিছু লোকজন আমাদের এ নির্মান কাজে বাঁধা সৃষ্টি করে এবং কর্মীদেরকে কাজ বন্ধ রাখার জন্য বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে। তারা আশপাশের লোকজনকে ভুল বুঝিয়ে আমাদের উপর ক্ষ্যাপিয়ে তুলেছে।
আমরা এখানে প্রসেসিং এর মাধ্যমে মুরগির বিষ্ঠা দিয়ে জৈব সার তৈরি করার জন্য চারিদিকে প্রাচীর নির্মান করেছি। সম্পুর্ন বায়ুদূষণ মুক্ত ও পরিবেশ বান্ধব প্রক্রিয়ায় একটি হাউজের ভিতরে অটোমেটিক মেশিনের মাধ্যমে জৈব সার প্যাকেটিং হয়ে বের হবে। এখান থেকে র্দুগন্ধ বের হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে তিনি জানান।
কতিপয় কিছু স্বার্থন্বেষী লোকজন কোম্পানির ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে গত ২৯শে এপ্রিল মঙ্গলবার রাত ১১টার দিকে বিভিন্ন এলাকার লোকজন একত্রিত করে মাইকে ঘোষণা দিয়ে আমাদের কোম্পানিতে অতর্কিত ভাবে হামলা চালিয়ে ২টি গাড়িতে আগুন লাগিয়ে দেয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু গাড়ি দুটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এরপর তারা কোম্পানির এক কর্মীকে হাতপা বেঁধে হাউজে ফেলে দিতে গেলে অন্যান্য কর্মীরা এসে তাকে উদ্ধার করে।
এবিষয়ে মধুপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে উক্ত মামলা তুলে নেওয়ার জন্য তারা রাস্তাঘাটে কোম্পানির কর্মীদেরকে বিভিন্ন সময় হুমকি দিয়ে যাচ্ছে। বর্তমানে কোম্পানির লোকজন আতংকের মধ্যে রয়েছে বলে তিনি জানান।
এ কোম্পানিতে প্রায় ১৭০জন এলাকার কর্মহীন মানুষকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেড়েছি। নতুন করে এ জৈব সার তৈরির কারখানাটি চালু হলে এ এলাকার আরও কর্মহীন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এমতাবস্থায় প্রশাসনের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন কোম্পানির জেনারেল ম্যানেজার হারুন আর রশিদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ