1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. aglovelu99@gmail.com : Ag Lovelu : Ag Lovelu
  3. infocrime24@gmail.com : info crime24 : info crime24
  4. crimereport24@gmail.com : Crime Report : Crime Report
  5. musasirajofficial@gmail.com : Musa Asari : Musa Asari
  6. crime7775@gmail.com : Ariful Islam : Ariful Islam
  7. nurealomsah@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বরগুনার তালতলীর পায়রা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার - Crime Report 24
শনিবার, ০৩ মে ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় হত্যা মামলায় আসামী গ্রেপ্তার দাবীতে সংবাদ সন্মেলন খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়িতে ধর্ষণের অভিযোগে আটক ২ বরগুনার তালতলীর পায়রা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার ——————-সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরী আর নেই। আমতলীতে ওয়ার্ল্ড ভিশন ও এনএসএস এর উদ্যোগে হাত ধোয়ার উপকরন বিতরনের উদ্বোধন সরকারি শারীরিক শিক্ষা আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত অদৃশ্যের অন্বেষণ — মোঃ আবু মুসা আসারি প্রকৃতির প্রার্থনা — মোঃ আবু মুসা আসারি লাকসামে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের শিক্ষাবৃত্তি সহ কোটি টাকার চেক প্রদান এপেক্স ক্লাব অব পটিয়ার ১০০ তম ডিনার মিটিং ও সেলাই মেশিন ও শিক্ষা সামগ্রী বিতরণ

বরগুনার তালতলীর পায়রা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার

  • প্রকাশকাল: শনিবার, ৩ মে, ২০২৫

বরগুনার তালতলীর পায়রা নদী থেকে একটি
মৃত ডলফিন উদ্ধার

মাইনুল ইসলাম রাজু

আমতলী (বরগুনা) প্রতিনিধি

 

বরগুনার তালতলী উপজেলার পায়রা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। শুক্রবার দুপুর ২টার সময় তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের শুভসন্ধ্যা সমুদ্র সৈকত সংলগ্ন পায়রা নদীর তীর থেকে একটি ইরাবতী প্রজাতির ডলফিনটি উদ্ধার করা হয়। উদ্ধার কাজে জেলেদের ও সহায়তা করেন তালতলী উপজেলা ধরার সমন্বয়ক আরিফুর রহমান।
জেলেরা জানান, উদ্ধার হওয়া ডলফিনটির শরীরে গভীর আঁচর, রক্তাত্ব লেজ ও কেটে যাওয়ার দাগ দেখা গেছে। প্রাথমিক ভাবে ধারনা করা করা হচ্ছে মাছ ধরা ট্রলারের প্রপেলারের আঘাতে ডলফিনটির মৃত হয়েছে। জেলেরা আরো জানান, মৃত ডলফিনটি ৬ফুট লম্বা এবং ৭০-৮০ কেজি ওজন হবে। এর আগে আমতলীর পায়রা নদীর শ্মানঘাট থেকে ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি একটি মৃত ডলফিন উদ্ধার করে মাটি চাপা দেওয়া হয়েছিল। এর আগেও তালতলীর পায়রা নদীর বিভিন্ন এলাকা থেকে মৃত অবস্থায় ডলফিন উদ্ধার করা হয়।
তালতলী উপজেলা ধরার সমন্বয়ক আরিফুর রহমান বলেন, ডলফিন মৃত পাওয়া মানে আমাদের সামুদ্রিক জলজ প্রাণীদের ও বেঁচে থাকার জন্য এক ধরনের বড় হুমকি। সাগরে অতিরিক্ত ট্রলারের আগমন এবং দূষন আমাদেও জীববৈচিত্রকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এটি বন্ধের দাবী জানান তিনি। তিনি আরো জানান, মৃত ডলফিনটি তালতলী উপজেলা বনবিভাগের কর্মীদের নিকট হস্তান্তর করা হয়েছে।

তালতলী রেঞ্জকর্মকর্তা মতিয়ার রহমান বলেন, ডলফিন মৃত অবস্থায় উদ্ধারের খবর পেয়েছি। বন বিভাগের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করা হবে। এবং মৃতডলফিনটিকে পায়রা নদীর তীরে মাটি চাপা দেওয়া হয়েছে।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের প্রফেসর মীর মোহাম্মদ আলী বলেন, মৃত ডলফিনের ছবি দেখে মনে হচ্ছে এটি একটি ইরাবতী প্রজাতির ডলফিন। শিল্প বর্জ্য, প্লাস্টিক, তেল ও বিষাক্ত রাসায়নিক উপাদান নদী ও সাগরে মিশে পানিকে দূষিত করায় নদী সাগর এখন প্রাণহীন হয়ে পড়ছে। ডলফিন একটি সংবেদশীল জলজ প্রাণী। তারা দূষিত পানিতে টিকতে পারছেনা। এগুলোকে বাঁচানোর জন্য পরিবেশ রক্ষায় দ্রুত ব্যবস্থা নিতে হবে। তা নাহলে এরকম প্রাণীদেরকে আরো হারাতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ