জাতীয় পর্যায়ে সেরা আইনজীবী প্যানেল নির্বাচিত হয়ে সম্মাননা পুরস্কার পেলেন এডভোকেট পল্লবী রায়
ইমন রহমান, নেত্রকোণা প্রতিনিধি
জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সোমবার (২৮ এপ্রিল) উদ্বোধনী অনুষ্ঠানে সেরা প্যানেল আইনজীবী -২০২৪ সম্মাননা পুরষ্কার পেলেন সিলেট জেলা লিগ্যাল এইড অফিসের প্যানেল আইনজীবী এডভোকেট পল্লবী রায়। রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডঃআসিফ নজরুলের কাছ থেকে তিনি সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পদক গ্রহণ করেন। সিলেট জেলা আইনজীবীর সমিতির সম্মানিত সদস্য অ্যাডভোকেট পল্লবী রায় সিলেট জেলার সেরা লিগ্যাল এইড প্যানেল আইনজীবী হিসেবেও নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য এডভোকেট পল্লবী রায় নেত্রকোণার দত্ত উচ্চ বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক পরিমল রায়ের মেয়ে ও সাংবাদিক প্রণব রায় রাজু’র ছোট বোন।জাতীয় পর্যায়ে সেরা হওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে এডভোকেট পল্লবী রায় বলেন, সম্মাননা পেয়ে ভালো লাগছে,তবে বাবার কথা খুব মনে পড়ছে, তিনি বেঁচে থাকলে আমার এই অর্জনে খুবই খুশি হতেন।আমার এই সম্মাননা পদক প্রয়াত বাবাকে উৎসর্গ করলাম।ভবিষ্যতে সব সময় মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।
Leave a Reply