ঈদুল আজহা উপলক্ষে আখাউড়া দিয়ে ভারত থেকে ৩৬ টন জিরা আমদানি
জসীম উদ্দীন..
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ঈদুল আজহা উপলক্ষে আখাউড়া দিয়ে ভারত থেকে ৩৬ টন জিরা আমদানি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সাড়ে ৩৬ টন জিরা আমদানি করা হয়েছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরে এপ্রিল মাসে চার ধাপে এ জিরাগুলো ভারত থেকে আমদানি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সাড়ে ১২ টন জিরাভর্তি একটি ট্রাক আখাউড়া স্থলবন্দর থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এর মধ্য দিয়ে স্বাভাবিক হলো বন্দরের আমদানি বাণিজ্য।
আখাউড়া বন্দর সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে এপ্রিল মাসে পৃথক ৪টি আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে সাড়ে ৩৬ টন জিরা আমদানি করেছে। প্রতি কেজি জিরার আমদানি মূল্য সাড়ে ৩ মার্কিন ডলার; যা বাংলাদেশি টাকায় ৪২৭ টাকা।
আখাউড়া কাস্টমস সূত্রে জানা গেছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরে শুধু এপ্রিল মাসে (এক মাস) ৪টি ধাপে ভারত থেকে ৩৬ টন জিরা আমদানি করে চারটি আমদানিকারক প্রতিষ্ঠান।
মঙ্গলবার বাংলাদেশের আমদানিকারক প্রতিষ্ঠান সারা এগ্রো এনিম্যাল সাড়ে ১২ টন, ৯ এপ্রিল স্বদ্বীপ ট্রেডার্স ৬ টন, ১৫ এপ্রিল অলি অ্যান্ড সন্স নামক আমদানিকারক প্রতিষ্ঠান ৬ টন এবং গত ২৪ এপ্রিলে সততা ট্রেডার্স নামক আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে ১২ টন জিরা আমদানি করেছে।
পণ্যটি আমদানিতে আখাউড়া স্থলবন্দরে কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টের দায়িত্বে রয়েছেন মেসার্স আদনান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আক্তার হোসেন। তিনি বলেন, আসন্ন কুরবানির ঈদ উপলক্ষে এপ্রিল মাসে ৩৬ টন জিরা আমদানি করা হয়েছে।
আখাউড়া কাস্টমস রাজস্ব কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, কাস্টমস কর্তৃপক্ষ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে নির্ধারিত শুল্ক আদায়ের পর আমদানিকৃত জিরার ছাড়পত্র দেওয়া হয়। এছাড়া স্থলবন্দর কর্তৃপক্ষ জিরাভর্তি ট্রাক স্থলবন্দরে প্রবেশ ও অবস্থান করায় ফি পেয়েছে।
আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মো. মাহমুদুল হাসান জানান, দীর্ঘদিন ধরে বন্দর দিয়ে পণ্য আমদানি অনিয়মিত। চলতি অর্থবছরের এপ্রিলে ৪ ধাপে ৩৬ টন জিরা আমদানি হয়। এর মাধ্যমে আবারও সচল হলো আমদানি বাণিজ্য। এতে ব্যবসায়ী, শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কর্মচঞ্চল হয়ে উঠে আখাউড়া স্থলবন্দর। সরকার পাচ্ছে রাজস্ব।
Leave a Reply